ফুঁসে উঠছে তিস্তা, উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভারতের জলপাইগুড়ি, সিকিমসহ উত্তরের জেলাগুলোতে চলছে প্রবল বৃষ্টিপাত। এ বৃষ্টিপাতের ফলে ফুঁসে উঠছে তিস্তা, জলঢাকাসহ অন্যান্য সীমান্তঘেষা নদীগুলো। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজল ডোবা তিস্তা ব্যারাজেও। আর এতেই তিস্তার দু’পাড়ে রেড এলার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর।

ভারতীয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী পাঁচ দিন সমগ্র উত্তর-পূর্ব ভারতজুড়ে চলবে ভারি বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়িসহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির পানি।

আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দু’পাশে রেড এলার্ট জারি করা হয়েছে।

হঠাৎ এই ভারি বর্ষণে ভয়ংকর রূপ ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্সাসহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস, ঘিস, নেওরার মতো খরস্রোতা নদীগুলো। এর প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরের জেলা গুলোতেও। ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোর নদ-নদীর পানি।

এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরের জেলা লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগ সূত্রে জানা যায়, রোববার (৩০ জুন’) সন্ধ্যা ৬টায় তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ০০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও রংপুরের নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া বৃদ্ধি নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আর এতে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, শনিবার (২৯ জুন) রাত থেকে রোববার (৩০ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে ৩৬৯ মি.লি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে ১৯০, ঠাকুরগাঁওয়ে ১৩০ এবং নীলফামারীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার থানায় হাজির রাসেলস ভাইপার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এবার থানায় দেখা মিললো রাসেলস ভাইপারের। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ

মুনতাহাকে পুঁ.তে রাখা হয় কাদামাটিতে

ঠিকানা টিভি ডট প্রেস: সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিনকে (৬) হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে। পুঁতে রাখা মরদেহটি খাল থেকে সরিয়ে

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…….টুকু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার

জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট হয়নি : ওবায়দুল কাদের

জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৭ জুন) সকালে

যশোরসহ সারাদেশে হাইস্কুলে পা দিয়েই ঝরে পড়েছে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী

জেমস আব্দুর রহিম রানা: যশোরসহ সারাদেশে মাধ্যমিক পর্যায়ে উদ্বেগজনকভাবে শিক্ষার্থী ঝরে পড়ছে। দুই বছরে মাধ্যমিক পরীক্ষা দেয়ার আগেই ঝরে পড়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ৪৩৭

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাংচুরের প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে চট্টগ্রামে। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক