নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙা মহাসড়কের খাড়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।’