প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে এসেছে ভারতীয় এক কিশোরী।
বিয়ের আসর হতে ফরিদপুরের ওই কিশোরকে ও ভারতীয় ওই কিশোরীকে আটক করেছে পুলিশ।
ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। গত শুক্রবার বিকাল ৪টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই কিশোরীকে শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসে। কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে ভগ্নিপতি গোপাল রাজ বংশির বাড়িতে ওঠান তন্ময়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১টার দিকে বিয়ের পিঁড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় তন্ময়কে আটক করে।