ঠিকানা টিভি ডট প্রেস: গত (১৬ ডিসেম্বর) সিরাজগঞ্জের বাংলা নিউজ নামক অনলাইন ও দৈনিক আজকের বাংলা দেশ নিউজ পোর্টালে ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত “মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আসেনি দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের ক্ষোভ” এ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদটি চৌহালী উপজেলা প্রকৌশলীর দৃষ্টিগোচরে আসে।
পরে এ বিষয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) প্রতিবাদ জানিয়েছেন চৌহালী উপজেলা প্রকৌশলী ফজলুল রহমান।
এক প্রতিবাদলিপিতে প্রকৌশলী ফজলুল রহমান বলেন, সংবাদে যাদের বরাত দিয়ে আমার নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন উদ্দেশ্যেমূলক, ভিত্তিহীন ও বানোয়াট। কোন চক্র দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবেদক আমার নামে ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন, যার কোনও ভিত্তি নেই।
উল্লেখিত সংবাদে কথিত আমি মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ফুল দিতে যাইনি শহীদ মিনারে। এটি সম্পূর্ণ সত্য নয় আমি কিছু সময় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। অসুস্থতার কারণে আমার উপ সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ কে দায়িত্ব দিয়ে আমি চিকিৎসা নিতে যাওয়ায় কে বা কারা ভুল তথ্য দিয়ে সংবাদকর্মীকে দিয়ে দুটি সংবাদ প্রকাশ করা হয়েছে ।তাছাড়া এই রকম কোন ঘটনায় ঘটেনি।এই রকম অভিযোগ হাস্যকর বটে।
তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের অনুপ্রেরণা সুতরাং সেখানে অনুপস্থিত থাকার কোন কারণ নেই ।এই বিষয়ে আমাকে জড়ানো একান্তই উদ্দেশ্যমূলক, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সাংবাদিকতার নিয়ম অনুযায়ী সংবাদ প্রকাশের ক্ষেত্রে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের বক্তব্য থাকা বাধ্যতামুলক।
এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদের স্বপক্ষে প্রতিবেদক এবং অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকার্শে আরও সর্তক থাকা উচিত।
নিবেদক,মো: ফজলুল রহমান
উপজেলা প্রকৌশলী,
চৌহালী, সিরাজগঞ্জ।