দুর্গাপূজা উপলক্ষে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্তসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এবার পূজামণ্ডপের সংখ্যা ৩২ হাজার ১৬৮টি। আমি পূজা উদযাপন কমিটির অনুরোধ করেছি এটা যেন আর না বাড়ে। যদি কমে আমাদের জন্য সুবিধা। দুই-চারটা কমতে-বাড়তে পারে তারা এমনটা জানিয়েছে।
তিন বলেন, এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী (এটা পুলিশ হতে পারে, আনসার হতে পারে) যেখানে দায়িত্বে থাকবে।
গত বছর কুমিল্লার একটি পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এর পরিপ্রেক্ষিতে এ বছর পূজা উপলক্ষে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি মনেকরি কোনো পূজামণ্ডপে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে বিশেষ ব্যবস্থা নেবো।