নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে বাবুল মিয়া (৫০) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। পরে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’
আহত পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তার ওপর হামলা হয়।’
মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেন আহত পুলিশ কর্মকর্তা বাবুল মিয়া।
ঘটনা সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’