পুলিশি হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগ তুলে নিতে ‘হুমকি’ 

নিজস্ব প্রতিবেদক: বডিবিল্ডার ফারুক হোসেনের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। তিন শিশু সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে স্ত্রী ঈমা আক্তারের। পরিবারের অভিযোগ, গত ১২ জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোড থেকে আড়াইশ’ গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কায়েতটুলী ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনে মৃত্যু হয় তার।

ফারুকের স্ত্রী ঈমা আক্তারের দাবি, স্বামীকে ছেড়ে দিতে প্রথমে ১ লাখ টাকা চেয়েছিল পুলিশ। পরে দেয়া হয় কুপ্রস্তাব। তিনি বলেন, কায়েতটুলীর পুলিশ ১ লাখ টাকা চাইছে আমরা স্বামীকে ছাড়ার জন্যে। পরে বলে আপনি আমাদেরকে খুশি করেন, আমরা আপনার স্বামীকে ছেড়ে দেবো।

বাবাহারা ছোট ছোট তিন ছেলেকে নিয়ে এখন দিশেহারা ঈমা। জানান, অভিযোগ তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে অপরিচিত নম্বর থেকে। ঈমা বলেন, ফোন দিয়ে নাম-ঠিকানা বলে না, শুধু বলে মামলা তুলে না নিলে আমাদের ক্ষতি করবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন পুরান ঢাকার খাজে দেওয়ান এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানায়, ফারুক ভালো ছেলে। কোনো নেশা করে না। কারও সঙ্গে ঝগড়াঝাঁটিও ছিল না। ওনাকে যদি সত্যি ওভাবে মেরে থাকে তবে আমরা এটির বিচার চাই।

থানায় আগে থেকে মামলা বা অভিযোগ না থাকলেও পুলিশ বলছে, ফারুক চিহ্নিত মাদক ব্যবসায়ী। নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। জানান, তাদের হেফাজতে মারা যায়নি। তিনি মারা গেছেন জেলখানার হেফাজতে।

ফারুকের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। যা পুরোপুরি মিথ্যা।

এদিকে, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ডিএমপির লালবাগ বিভাগ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইতোমধ্যে থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট বেশ কয়েকজনের জবানবন্দিও গ্রহণ করেছি।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

গত ৩১ জানুয়ারির এ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ডিবিকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। যার প্রতিবেদন দিতে হবে ২৮ মার্চের মধ্যে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইটের নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। এরইমধ্যে নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তুপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এতে ইটের

উপজেলা নির্বাচন: রাজশাহীর প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ০৮ মে ২০২৪ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে, চলছে গণনা। আজ

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বেড়েছে ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজও কমেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫০

র‍্যাবের পোশাকে ২৮ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনায় ১১ জন আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাবের পোশাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনায় ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার

‘উপজেলায় কাউকেই নৌকা দেবে না আওয়ামী লীগ’?

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। ঈদের আগে বা রোজার আগে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের কৌশল

৬ মাসে ঘরছাড়া ১৬৩ জন, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে গত ছয় মাসে ঘর ছেড়েছেন ১৬৩ জন। এসব ঘটনায় গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত থানায় ১৬৩টি নিখোঁজ ডায়েরি হয়েছে। এর