আপনার জানার ও বিনোদনের ঠিকানা

পুলিশি হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগ তুলে নিতে ‘হুমকি’ 

নিজস্ব প্রতিবেদক: বডিবিল্ডার ফারুক হোসেনের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। তিন শিশু সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে স্ত্রী ঈমা আক্তারের। পরিবারের অভিযোগ, গত ১২ জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোড থেকে আড়াইশ’ গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কায়েতটুলী ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনে মৃত্যু হয় তার।

ফারুকের স্ত্রী ঈমা আক্তারের দাবি, স্বামীকে ছেড়ে দিতে প্রথমে ১ লাখ টাকা চেয়েছিল পুলিশ। পরে দেয়া হয় কুপ্রস্তাব। তিনি বলেন, কায়েতটুলীর পুলিশ ১ লাখ টাকা চাইছে আমরা স্বামীকে ছাড়ার জন্যে। পরে বলে আপনি আমাদেরকে খুশি করেন, আমরা আপনার স্বামীকে ছেড়ে দেবো।

বাবাহারা ছোট ছোট তিন ছেলেকে নিয়ে এখন দিশেহারা ঈমা। জানান, অভিযোগ তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে অপরিচিত নম্বর থেকে। ঈমা বলেন, ফোন দিয়ে নাম-ঠিকানা বলে না, শুধু বলে মামলা তুলে না নিলে আমাদের ক্ষতি করবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন পুরান ঢাকার খাজে দেওয়ান এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানায়, ফারুক ভালো ছেলে। কোনো নেশা করে না। কারও সঙ্গে ঝগড়াঝাঁটিও ছিল না। ওনাকে যদি সত্যি ওভাবে মেরে থাকে তবে আমরা এটির বিচার চাই।

থানায় আগে থেকে মামলা বা অভিযোগ না থাকলেও পুলিশ বলছে, ফারুক চিহ্নিত মাদক ব্যবসায়ী। নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। জানান, তাদের হেফাজতে মারা যায়নি। তিনি মারা গেছেন জেলখানার হেফাজতে।

ফারুকের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। যা পুরোপুরি মিথ্যা।

এদিকে, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ডিএমপির লালবাগ বিভাগ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইতোমধ্যে থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট বেশ কয়েকজনের জবানবন্দিও গ্রহণ করেছি।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

গত ৩১ জানুয়ারির এ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ডিবিকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। যার প্রতিবেদন দিতে হবে ২৮ মার্চের মধ্যে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কারিকুলামে ইসলামী শিক্ষা না থাকলে জান দিয়ে তা প্রতিরোধ করব: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই। তার প্রমাণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে

পুলিশের পা ধরে কাঁদলেও রক্ষা পাননি মায়ের ওষুধ কিনতে যাওয়া যুবক

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার পথে ট্রাফিক পুলিশের চেকপোস্টের মুখে পড়েন এক মোটরসাইকেল চালক। এ সময় হাত-পা ধরে মাফ

ডুগডুগি বাজানো কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না: ফখরুল

বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় করে যোগ্য-দক্ষ, দেশপ্রেমিক এবং মেধাবী মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) এর বিরুদ্ধে স্বামী সোহেল খানের (৩৫) পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে দশমিনা সদর ইউনিয়নের

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে একের পর এক দুর্ঘটনায় ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে মোহনপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ প্রশাসন,

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ, চুরির নাটক সাজিয়েছে মেম্বার:

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০)। বুধবার (৭ ফেব্রুয়ারি)