পানির নিচে সুনামগঞ্জ, সিলেটে বন্যা পরিস্থিতি

ঠিকানা টিভি ডট প্রেস: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়ছে। এ কারণে সিলেট মহানগরীসহ জেলার ১২টি উপজেলাই কমবেশি প্লাবিত হয়েছে।

এদিকে সোমবার (১৭ জুন) দিনভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়াসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় জেলা আবহাওয়া অধিদপ্তর। সিলেটে মঙ্গলবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানানো হয়। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ৩৯৫ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গেছে। সিলেটে কখনো একটানা, কখনো আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে।’

এর আগে গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। ৮ জুনের পর থেকে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। এরপর গতকাল থেকে একটানা ভারী বৃষ্টি দেখা দিলে সিলেটে ফের বন্যা পরিস্থিতি দেখা দেয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার (১৭ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় ৫৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছেন। এরইমধ্যে ৬৮ জন আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। গতকাল রাত পর্যন্ত জেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৬৯টি ইউনিয়ন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো’) সিলেটের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে পানি সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ৩৩ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে শূন্য দশমিক ২২ সেন্টিমিটার; কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে শূন্য দশমিক ১৫ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে শূন্য দশমিক ৭৯ সেন্টিমিটার, সারি নদীর সারিঘাট পয়েন্টে শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার এবং সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে শূন্য দশমিক ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সুনামগঞ্জের দেখার হাওড় ও সুরমা নদীর পানি উপচে নিম্নাঞ্চলের বাড়িঘরে ঢুকে পড়েছে। জগন্নাথপুর, সোলেমানপুর, ছাতক ও শক্তিয়ারখলাসহ ৬টি পয়েন্টে পানি বাড়া অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় ১৩৭টি হাওড় এখন পানিতে টইটম্বুর। কূল উপচে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনও দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামীর নাম আলমগীর কবির(৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের

চাটমোহরে মন্দিরে মূর্তি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে

বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দুই রাজ্যে ২৫ জনের মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দুটি রাজ্যে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রিও ডি জেনিরোতে ৬২ ডিগ্রি তামপাত্রা রেকর্ড এর পরপরই এক সপ্তাহের

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়

বেলকুচিতে অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে লাখ টাকার ক্ষতি! 

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকান্ডে বসত বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর গিয়ে আগুন নিয়ন্ত্রণে