আপনার জানার ও বিনোদনের ঠিকানা

পানির নিচে সুনামগঞ্জ, সিলেটে বন্যা পরিস্থিতি

ঠিকানা টিভি ডট প্রেস: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়ছে। এ কারণে সিলেট মহানগরীসহ জেলার ১২টি উপজেলাই কমবেশি প্লাবিত হয়েছে।

এদিকে সোমবার (১৭ জুন) দিনভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়াসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় জেলা আবহাওয়া অধিদপ্তর। সিলেটে মঙ্গলবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানানো হয়। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ৩৯৫ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গেছে। সিলেটে কখনো একটানা, কখনো আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে।’

এর আগে গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। ৮ জুনের পর থেকে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। এরপর গতকাল থেকে একটানা ভারী বৃষ্টি দেখা দিলে সিলেটে ফের বন্যা পরিস্থিতি দেখা দেয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার (১৭ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় ৫৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছেন। এরইমধ্যে ৬৮ জন আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। গতকাল রাত পর্যন্ত জেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৬৯টি ইউনিয়ন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো’) সিলেটের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে পানি সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ৩৩ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে শূন্য দশমিক ২২ সেন্টিমিটার; কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে শূন্য দশমিক ১৫ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে শূন্য দশমিক ৭৯ সেন্টিমিটার, সারি নদীর সারিঘাট পয়েন্টে শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার এবং সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে শূন্য দশমিক ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সুনামগঞ্জের দেখার হাওড় ও সুরমা নদীর পানি উপচে নিম্নাঞ্চলের বাড়িঘরে ঢুকে পড়েছে। জগন্নাথপুর, সোলেমানপুর, ছাতক ও শক্তিয়ারখলাসহ ৬টি পয়েন্টে পানি বাড়া অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় ১৩৭টি হাওড় এখন পানিতে টইটম্বুর। কূল উপচে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুয়েট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,২১ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার’

ঠিকানা টিভি ডট প্রেস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২১ শিক্ষার্থীকে লালন শাহ হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমসের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক

প্রশ্নফাঁস: কোচিং সেন্টারে ভর্তি হলেই মিলতো সরকারি চাকরি

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সহকারী পরিচালক এস এম আলমগীর কবিরের গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার গয়ড়া সরদারপাড়া গ্রামে। ঢাকার মিরপুরে

বৈদ্যুতিক টাওয়ারে উঠলো পাগল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো ৩ উপজেলা

নিজস্ব প্রতিবেদক: যদি আপনাকে বলা হয়, ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে দেখানতো। বলবেন কী করে সম্ভব! অসম্ভব হলেও এমনটাই ঘটালেন মানসিক ভারসাম্যহীন এক যুবক।

নিত্যপণ্যের বাজার চড়া

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ শেষেও বাজারে ফেরেনি স্বস্তি। উল্টো অধিকাংশ ভোগ্যপণ্যের দাম বেড়েছে। মোটাদাগে বলা যায়, দাম বেড়েছে প্রায় সব পণ্যেরই। এরমধ্যে কোনো কোনো

আরও থাকবে তাপদাহ, শুক্রবার বাড়বে গরম

ঠিকানা টিভি ডট প্রেস: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) পর্যন্ত যেই তাপদাহ থাকবে শুক্রবার থেকে