নূর আলম, নীলফামারী। অভিনব পন্থায় পরিবহন করা হচ্ছিলো ২০০বোতল ফেন্সিডিল কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি মাদক ব্যবসায়ীরা। এক পর্যায়ে ধরা খেতে হয়েছে তাদের।
এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীসহ দু’জনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
আজ বুধবার সকালে জলঢাকার বড়ঘাট এলাকা থেকে ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গুড্ডিমারী এলাকার কারিমুল ইসলাম (৩২) ও মধ্য গুড্ডিমারী এলাকার জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, লালমনিরহাট থেকে জলঢাকার দিকে আসছিলো পাথর বোঝাই একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘাট এলাকায় ট্রাকটি আটকিয়ে চালকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে দুটি বস্তায় থাকা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম জানান, অভিনব পন্থায় মাদক পরিবহন করা হচ্ছিলো কিন্তু মাদক পরিবহণের চেষ্টা আমরা সফল হতে দেয়নি।
এ ঘটনায় একটি মামলা করে আদালতের মাধ্যমে গ্রেফতার দু’জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।