পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” পাল্টা সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের ওপর

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে একটি বড় পরিসরের সাইবার পাল্টা আক্রমণ চালিয়েছে । পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাইবার ইউনিট পরিচালিত এই অভিযানে ভারতের সরকারি ই-মেইল, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ কেন্দ্র, বিমানবন্দর, রেল যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বহু ওয়েবসাইট ও সংযোগব্যবস্থা হ্যাক করে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে বিপর্যস্ত হয়েছে জাতীয় যোগাযোগব্যবস্থা। হ্যাকারেরা ভারতের নজরদারি ব্যবস্থা পর্যন্ত হ্যাক করে, এমনকি অনেক সরকারি সার্ভার নষ্ট করে ফেলে। এই আক্রমণের ফলে ভারতের বিদ্যুৎ বিভাগে প্রায় ৮০ শতাংশ ভোক্তা কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারা আরও জানান, বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও জম্মু-কাশ্মীর। মহারাষ্ট্রে ৪৬০০টির বেশি পাওয়ার ফিডার, উত্তরপ্রদেশে ৩৬০০ এবং কাশ্মীর অঞ্চলে ৬০০-এরও বেশি ফিডার বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতের পাঞ্জাব অঞ্চলে লোড ডিসপ্যাচ সেন্টারে ব্যবহৃত এআই প্রযুক্তিনির্ভর দুটি সার্ভার সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। কর্নাটকে ২৩৫টির বেশি সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্র অকার্যকর করে দেওয়া হয়।

সূত্রগুলো আরও জানান, সাইবার হামলায় ভারতীয় বিমান বাহিনীর (IAF), হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড, বিএসএফ, ভারতীয় রেলওয়ে, এবং ইউআইডিএআইসহ ৯০টিরও বেশি সরকারি ও করপোরেট ওয়েবসাইটের তথ্য হাতিয়ে নেওয়া হয়। মুম্বাই, দিল্লি ও কলকাতা বিমানবন্দরের সার্ভার হ্যাক হয় এবং বিমান বাহিনীর উত্তর, দক্ষিণ ও পশ্চিম কমান্ডের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

এই সাইবার হামলার সময় ভারতীয় রেলওয়ের সার্ভারেও সমস্যা দেখা দেয়, ফলে বিভিন্ন রুটে ট্রেন চলাচলে বড় ধরনের বিলম্ব হয়।’

১০ মে চালানো এই ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ ছিল ভারতের সামরিক হামলার জবাবে পাকিস্তানের ‘মারকা-এ-হক’ সামরিক প্রতিক্রিয়ার অংশ। পাকিস্তানের দাবি, ভারতের ৬ ও ৭ মে রাতের আক্রমণে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য নিরীহ মানুষ নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান পাল্টা সশস্ত্র প্রতিক্রিয়ায় নামে এবং আল-ফাতাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়।

এ সময় পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি জেট এবং একটি ইসরায়েলি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করে বলে দাবি করেছে। ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, একটি মিগ-২৯, একটি সুখোই এবং একটি ড্রোন। এগুলো ভূপাতিত হয় ভাটিন্ডা, জম্মু, আখনুর, শ্রীনগর ও আওন্তিপুর এলাকায়।

এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ১০ মে উভয় দেশের মধ্যে জরুরি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একযোগে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন।

যদিও উভয় পক্ষ কূটনৈতিকভাবে শান্তির বার্তা দিলেও সীমান্তে (লাইন অব কন্ট্রোল) বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই ঘটনার সূত্রপাত হয়েছিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক হামলা নিয়ে, যেখানে ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে এবং ভারতের বিরুদ্ধে ‘চুক্তি লঙ্ঘনের’ অভিযোগ তোলে।

বিশ্লেষকরা বলছেন, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সংঘর্ষ শুধু অঞ্চল নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই হুমকি হয়ে উঠতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার পতনের পর ‘পলায়ন’: ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। গণ অভ্যুত্থানে

ঢাকার ঘটনায় মামলার আসামী হলেন বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলীবর্ষণের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান

অভিজ্ঞতা ছাড়া জেন্টল পার্কে চাকরি, কর্মস্থল ঢাকা

ফ্যাশন হাউজ জেন্টল পার্কে ‘গ্রাফিক ডিজাইনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।   প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক পদের

ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সংবাদমাধ্যম সিএনএন হামলার

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর