আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়’। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবদেহে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে গুরুতর শ্বাসকষ্ট, উচ্চ মাত্রার জ্বর এবং পেটে ব্যথা নিয়ে শিশুটিকে পশ্চিমবঙ্গের স্থানীয় হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র, পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তিন মাসের চিকিৎসার পরে সুস্থ হলে শিশুটি বাড়ি ফিরেছিল, জানিয়েছে ডব্লিউএইচও।
আক্রান্ত শিশুটি তার বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওই শিশুর পরিবারের সদস্য অথবা অন্যান্য যারা তার সংস্পর্শে এসেছিল, এমন কেউ অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এইচ৯এন২ ভাইরাস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু নামে পরিচিত। এটা প্রাথমিকভাবে পাখিদের আক্রান্ত করে। তবে বার্ড ফ্লুতে আক্রান্ত কোনও পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও এই ই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এইচ৯এন২ ভাইরাসে সাধারণত হালকা অসুস্থতা, জ্বর, শ্বাসকষ্ট ও পেটে ব্যথা হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।’