আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষক ও চিকিৎসকের পাশাপাশি দুজন কিশোরও রয়েছেন।
এছাড়া অভিযানে আহত হয়েছেন আরও কমপক্ষে ২১ জন। বুধবার (২২ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা বলেছে, অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ অভিযানে আটজন নিহত ও আরও অন্তত ২১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে’) এই হত্যাকাণ্ডের ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বলেছেন, ইসরায়েলি বাহিনী এই অভিযানের সময় অন্যদের মধ্যে একজন ফিলিস্তিনি শিক্ষক, একজন ডাক্তার এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। এমনকি অভিযানের সময় ‘রাস্তায় চলাচলরত যে কোনও ব্যক্তির’ দিকে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।
পৃথক প্রতিবেদনে রয়টার্স বলেছে, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একজন চিকিৎসক ও এক কিশোরসহ সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে। এতে একজন ডাক্তার এবং একজন কিশোরসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বড় পরিসরের এই অভিযানে কয়েক ডজন যানবাহনও যুক্ত ছিল।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিন শহরের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে। এটি হামাস, ফাতাহ এবং ইসলামিক জিহাদ-সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দীর্ঘস্থায়ী কেন্দ্র। অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।’