শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ ফাড়ির পরিদর্শক জসিমউদদীন এর নেতৃত্বে পদ্মা নদীতে ছিনতাই করার সময়, হাতে নাতে ৩ ছিনতাইকারী আটক।আটককৃতরা হলেন,রুবেল মাদবর (৩০) ও আল আমিন (২৫) উভয় পিতা হোসেন মাদবর গ্রাম : শামুর বাড়ী থানা লৌহজং জেলা : মুন্সিগঞ্জ ও মাসুম ঢালী(৪০) পিতা কুরবান ঢালী গ্রাম :শামুর বাড়ী থানা: লৌহজং জেলা : মুন্সিগঞ্জ এ সময় তাদের কাছ থেকে ১টি ট্রলার ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র ও উদ্ধার করা হয়।
আজ সকালে (শুক্রবার) গোপন সংবাদদের ভিত্তিতে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর সংলগ্ন চিডারচর এলাকা থেকে তিন জন ছিনতাইকারীকে আটক করা হয়।আটককৃতরা
ট্রলার যোগে চিডারচরে অবস্থান করে কতিপয় লোকসহ বিভিন্ন পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড হইতে ভয়ভীতি প্রদর্শন করে, ছিনতাই করতে ছিলেন। এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তির সময় ছিনতাইকারী আল আমিন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক, জসিমউদদীন বলেন, জিজ্ঞাসাবাদে আটক কৃত আসামীরা স্বীকার করেন যে পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড থেকে নিয়মিত ছিনতাই করে আসছিলেন, আটককৃত আসামী রুবেলের নাম ৫ টি, আল আমিনের নামে ২ দুটি ও মাসুম ঢালীর নামে ১ মামলা রয়েছে, আটককৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। ইতিমধ্যে তাদের নামে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে।