পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক মানসিক ভারসমস্যহীন ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের বোয়ালী বড় সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রেললাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন বাচ্চু মিঞা। এ সময় ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস আসছিল। ট্রেনটি বাশিঁ বাজালেও রেললাইন থেকে সড়ে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাচ্চুর।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শুনেছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি হঠাৎ ট্রেন থামানোর জন্য লাইনে দাড়িয়ে পড়েন। পরে ট্রেনের নিচে কাটা তার মৃত্যু হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।