আপনার জানার ও বিনোদনের ঠিকানা

নোয়াখালী পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া’

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া পরিদর্শন করতে পৌঁছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া। বুধবার (২০ মার্চ) সকাল সকাল ৮টায় তি‌নি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় হেলিকপ্টার থেকে অবতরণ ক‌রেন।

হেলিকপ্টার থেকে অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য আয়েশা আলী।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।’

নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে আজ বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকার আসেন।

এরপর তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করেন এবং গুচ্ছগ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলেন। এ ছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করবেন তিনি।

তারপর ভাসানচর যাবেন এবং ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন।

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন বলেন, ‘প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনে আগামীর হাতিয়ার জন্য বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছি’।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘রাষ্ট্রীয় অতিথি হাতিয়ায় আগমন উপল‌ক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ডসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’।

নোয়াখালী-৬ (হাতিয়া’) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সকাল ৮টায় হেলিকপ্টারে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে নেমেছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। হাতিয়ায় কার্যক্রম শেষে ভাসানচরে যাবেন। সেখানে বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখবেন’।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানো শুরুর পর এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

‘তারকাদের আত্মহত্যায় ভক্ত ও সমাজে কি প্রভাব পড়ছে’

ঠিকানা টিভি ডট প্রেস: শোবিজ জগতের তারকাদের বর্তমান সমাজের তরুণ-তরুণী সহ সাধারণ মানুষ অনেকেই নিজেদের আইকন বা আইডল মনে করে। পছন্দের তারকার লাইফ স্টাইল থেকে

সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি, ডয়চে ভেলের তথ্যচিত্র উদ্দেশ্যমূলক’

ঠিকানা টিভি ডট প্রেস: জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের প্রচারিত তথ্যচিত্রের প্রসঙ্গ টেনে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন,‘বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, আমাদের সামরিক বাহিনী পৃথিবীর

প্রকাশিত হল নারী টি-২০ বিশ্বকাপের সূচি

বাংলা পোর্টাল: চলতি বছরেই বাংলাদেশের মাটিতে গড়াতে যাচ্ছে আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১০ দল। ২০

‘রাজনীতিতে আলোচিত ভ্রাতৃবিরোধ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে দুই ভাইয়ের বিরোধ নিয়ে আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ কোন্দল তার মূল

বাঁশখালীতে ফেরারর পথে কক্সবাজারের ঈদগাহে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুঘর্টনায় ৫ জন নিহত ও