নির্বাচন না মানলে বিএনপির সাথে কোনো সমঝোতা নয়’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর পশ্চিমা দেশের কূটনীতিকরা রাজনৈতিক সমঝোতা এবং সহাবস্থানের নীতি অনুসরণের জন্য পরামর্শ দিচ্ছে দুই দলকেই। শুধুমাত্র পশ্চিমা দেশের কূটনীতিকরাই নয়, বরং সুশীল সমাজের প্রতিনিধিরাও একটি রাজনৈতিক সহবস্থান এবং একটি সমঝোতার উপর গুরুত্ব আরোপ করছেন। রাজনৈতিক সমঝোতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন দূতাবাসগুলো আওয়ামী লীগ-বিএনপির বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে একটি সহনশীল সমঝোতার অবস্থায় আসার জন্য অনুরোধ জানাচ্ছেন।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী অনেক দেশই মনে করে যে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এবং সামনের দিনগুলোতে যে বৈশ্বিক পরিস্থিতি তাতে বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং সহনশীল-সমঝোতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ দরকার। আর এ কারণেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেন একটি রাজনৈতিক সমঝোতা হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো শর্তহীন সংলাপের উপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু, আওয়ামী লীগ-বিএনপি কেউই সেই সময় এই সংলাপে যায়নি। বরং, দুই দলই তাদের স্ব স্ব অবস্থানে অনড় থেকেছে।’

বিএনপি যেমন বলেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে কোনও রকম আলাপ-আলোচনা হবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে যে, সংলাপ করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাথা থেকে নামিয়ে আসতে হবে। সেই সংলাপ ছাড়াই আওয়ামী লীগ নির্বাচনের পথে গেছে এবং শেষ পর্যন্ত সফলভাবে নির্বাচন করেছে। এখন নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে পরোক্ষভাবে মেনে নিলেও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এই সরকারের পদত্যাগের দাবিতে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি দেওয়ারও চেষ্টা করছে। কিন্তু, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে না বলে মনে করছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা। এই জন্য দুই দলকেই আবার নতুন করে আলাপ-আলোচনা শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, আলাপ-আলোচনা আওয়ামী লীগ করতে রাজি আছে। আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি চায় না, ষড়যন্ত্রের রাজনীতি চায় না। কিন্তু আলাপ-আলোচনা করার আগে অবশ্যই বিএনপিকে বর্তমান নির্বাচনকে মেনে নিতে হবে। নির্বাচন সম্পর্কে বিএনপির নেতারা যে ধরনের কথাবার্তা বলছে তারপর আলোচনা হতে পারে না বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে, বিএনপি এই সরকারকে অবৈধ বলছে। তাহলে সরকারের সঙ্গে সমঝোতা কেন’? তিনি বলেন যে, বিএনপির দাবিগুলিই স্ববিরোধী। তারা একদিকে যেমন বলছে যে, এই সরকার অবৈধ। অন্যদিকে তারা এই সরকারেরই কাছেই আবার নেতাকর্মীদের মুক্তির দাবি করছে। সরকার যদি অবৈধই হয় তাহলে বিএনপির নেতাকর্মীদের এই সরকার মুক্তি দেবে কিভাবে? এ কারণেই বিএনপিকে আগে তাদের অবস্থান ঠিক করা জন্যই পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে বিএনপি বলছে যে, সমঝোতা-রাজনৈতিক আলোচনা হতে হবে তত্ত্ববধায়ক সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন করে একটা নির্বাচন কিভাবে দেয়া যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেব্যাপারেই তারা আলোচনায় বসতে রাজি। অন্য কোন বিষয় নিয়ে বিএনপি আলোচনায় আগ্রহী নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল

ইভিএম নিয়ে দোটানায় ইসি’

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা নিয়ে দোটানায় রয়েছে নির্বাচন কমিশন। কোন ধাপে কোন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: করতোয়া গ্রæপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে

যেভাবে ভারত-পাকিস্তান সংকটের কেন্দ্র হয়ে উঠল ‘কাশ্মীর’

অনলাইনে ডেস্ক: সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। গত মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় এ