আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘নিজেদের কেন গুটিয়ে নিচ্ছেন বিএনপির এই নেতারা’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বেশ কিছু নেতা যারা বিভিন্ন সময় বেশ সরব এবং অত্যন্ত কর্মমুখর ছিলেন তারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, বিশেষ করে ৭ই জানুয়ারীর নির্বাচনের পর বিএনপির অনেক নেতাকেই দেখা যাচ্ছে তাদের দলীয় কর্মকান্ডে এক ধরনের অনিহা। তারা ঠিক-ঠাক মতো দলের কর্মসূচীতে অংশগ্রহণ করছেন না। কেন তারা নিজেদেরকে গুটিয়ে নিলেন? এনিয়ে বিএনপির মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

অনেকে মনে করছেন, বিএনপির সঙ্গে তাদের মতের মিল হচ্ছে না, বিএনপির চিন্তা এবং কর্মসূচীর সঙ্গেও তারা একমত হতে পারছেন না। এজন্য তারা একরকম হতাশা থেকেই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন।

নজরুল ইসলাম খান

যারা এরকম নিজেদের গুটিয়ে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। দীর্ঘদিন তিনি বিএনপির সঙ্গে জড়িত। কোন সময় তার বিচ্যুতি দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, নজরুল ইসলাম খান এতোটা সক্রিয় নন। দায় সারা ভাবে বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু আগের মতো উদ্যমী হয়ে তাকে কর্মসূচীতে দেখা যায় না। নজরুল ইসলাম খানের ঘনিষ্ঠরা বলছেন, যে ধারায় বিএনপি চলছে তাতে তিনি সন্তুষ্ট নন। আর একারণেই হতাশা থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে অনেকে মনে করেন।

আব্দুল আওয়াল মিন্টু

আব্দুল আওয়াল মিন্টু বিএনপির একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে পরিচিত। বিএনপিতে তার সরব উপস্থিতি দেখা যেত। বিএনপির অন্যতম থিংক ট্যাংক হিসেবে তাকে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আব্দুল আওয়াল মিন্টু আগের মতো সরব নন। বিএনপির কর্মকান্ডেও তাকে খুব একটা দেখা যায় না। আব্দুল আওয়াল মিন্টুর সাথে বিএনপির নেতৃত্বের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। বিশেষ করে, আর্থিক বিষয় নিয়ে আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে বিএনপির হাইকমান্ডের টানা পোড়নের গুঞ্জন শুনা যায়। একারণেই বিএনপি থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন বলে অনেকে মনে করেন।

(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী

এয়ার ভাইস-মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকান্ডে তাকে খুব একটা দেখা যায় না। নিজেকে তিনি একটু গুটিয়ে রেখেছেন। যদিও বিভিন্ন অনুষ্ঠান এবং আলংকরিক কর্মসূচিতে তাকে দেখা যায়। আলতাফ হোসেনের সমস্যা হলো বিএনপির লোকজনই তাকে খুব একটা পাত্তা দেন না। বিএনপি নেতাদের তার প্রতি খুব একটা আগ্রহ নেই। একারণেই নিজেকে তিনি এখন গুটিয়ে রেখেছেন।

আব্দুল্লা আল নোমান

বিএনপির একসময়ের তুখোড় নেতা আব্দুল্লা আল নোমান-কে আগে বিভিন্ন কর্মসূচীতে সরব দেখা যেত। এখন তিনি রুটিন কাজের বাইরে খুব একটা সরব থাকেন না। এর একটি বড় কারণ হতে পারে অভিমান। তার চেয়ে অনেক জুনিয়র নেতাও দলের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। এই কারণেই হয়তো নিজেকে তিনি আগের চেয়ে গুটিয়ে নিয়েছেন।

ইশরাক হোসেন

ইশরাক হোসেন বিএনপির তরুণ তুর্কী হিসেবে পরিচিত ছিলো। বিভিন্ন সময়ে তিনি সরব উপস্থিতির মাধ্যমে দলকে উজ্জ্বীবিত করেছিলেন। কিন্তু ইদানিং ইশরাককে খুব একটা দেখা যায় না। সাদেক হোসেনের পুত্র ইশরাক হোসেন কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন এটি বিএনপির মধ্যে নানা রকম আলাপ আলোচনা চর্চা হচ্ছে।

তবে, বিএনপির নেতারা বলছেন, শুধু এই কয়েকজন নয় বিএনপির সর্বস্তরেই এখন হতাশা বিরাজ করছে। কেউই আন্তরিকতার সাথে এবং উদ্যম নিয়ে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করতে আগ্রহী নন। বরং সকলেই দায় সারা ভাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী বিপর্যয়, ভুল রাজনীতির কারণে, দলের মধ্যে হতাশার কারণেই এই নির্লিপ্ততা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বুধবার (১ মে’) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। গতকাল

পাকিস্তানে ক্ষমতায় কি ফের আসছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আজ ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে দেশের প্রধান নির্বাহী হিসেবে আবারও ফিরে আসতে পারেন তিনবার ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

রোববার থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে তৃণমূলের নেতৃত্বকে ডাকা হচ্ছে ঢাকায়। এই বৈঠকের

‘রজনীগন্ধা ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার’

নিজস্ব প্রতিবেদক: বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে

গাজায় স্থল অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।   এছাড়া গাজা

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে