নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা-১ কার্যালয়ে আলাদাভাবে মামলা দুটি করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক নূরুল হুদা বাদী হয়ে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করা হয়। এজাহারে বলা হয়, তিনি নিজের ও নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ৮২টি হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন করেন; যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এর মধ্যে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। ওই সব ব্যাংক হিসাবে বর্তমানে জমা রয়েছে ১২ কোটি ৬১ লাখ টাকা।

গতকাল দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করেছেন।’

এদিকে দুদক পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অপর মামলাটি করেন। এজাহারে বলা হয়, তিনি অপরাধমূলক অসদাচারণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ টাকা জমা করেন। উত্তোলন করেন ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার টাকা। অনুসন্ধানে এটি সন্দেহজনক লেনদেন হিসেবে প্রমাণ মেলে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। গতকাল কমিশন এই অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের লক্ষ্যে উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে।

দুর্নীতিগ্রস্ত আমলাদের রেহাই দেবে না দুদক

এখন থেকে দুদক আমলাদের দুর্নীতি অনুসন্ধান জোরদার করবে। গতকাল দুদকের মুখপাত্র জানান, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনাগ্রহের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। আমলাতন্ত্রের যে কোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় নেই ঈদের আনন্দ, অশ্রুসিক্ত ফিলিস্তিনবাসী

ঠিকানা টিভি ডট প্রেস: ঈদুল ফিতর ও ঈদুল আজহা, মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে এই দুটি ঈদ উদযাপন করা হয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে। কিন্তু

এসিতে সব সময় থাকলে যে সমস্যা গুলো দেখা দিতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: তাপদাহ হাঁসফাঁস করছে মানুষ। স্বস্থি পেতে ব্যাবহার করছে এসি। এসিতে মানুষকে একটু হলে স্বস্তি দিচ্ছে। তবে এই আরামও আপনার জন্য ক্ষতিকর

ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট: আর্জেন্টিনাকে ধন্যবাদ জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেওয়ায় আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (১২ মে’) আর্জেন্টিনা ছাড়াও হাঙ্গেরি

মৌসুমী বায়ুর প্রভাব ও পাহাড়ি ঢলে সারাদেশে বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভাগীয় ও আশ-পাশের জেলাগুলোতে জলাবদ্ধতার পাশপাশি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

তিন অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে স্যাংশন দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন