নিখোঁজের ২ বছর পর বাক প্রতিবন্ধী বোনকে ফিরে পেলেন ভাই

দুই বছর আগে নিখোঁজ হন বাক প্রতিবন্ধী ইয়াসমিন (৪৫)। প্রায় দুই বছর পর সে তার স্বজনদের ফিরে পেয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মো. ফেরদৌস ইয়াসমিনকে তার ভাই আনিসুরের হাতে তুলে দেন।

বাক প্রতিবন্ধী ইয়াসমিনের বাড়ি যশোর জেলার সদর উপজেলার উপশহর ইউনিয়নে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।

জানা গেছে, ২০২১ সালের কোরবানীর ঈদের মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ প্রতিবন্ধী ইয়াসমিনকে কালুখালি থেকে উদ্ধার করে। ইয়াসমিন বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা বলতে না পারায় তখন তাকে জেলা সমাজ সেবা অফিসে পাঠানো হয়। তখন সমাজ সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ইয়াসমিনকে রাজবাড়ীর সরকারি শিশু পরিবারে হস্তান্তর করে। সেখানে প্রায় দুই বছর কেটে যায় তার। সমাজ সেবা অফিস বিভিন্নভাবে ইয়াসমিনের ঠিকানা বের খুঁজে বের করার চেষ্টা করে। পরে তারা ইয়াসমিনকে নিয়ে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে গিয়ে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করে। পরে ঐ তথ্যের ভিত্তিতে ইয়াসমিনের পরিবারকে খুঁজে বের করে সমাজ সেবা কার্যালয়। পরে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ইয়াসমিনকে তার ভাইয়ের হাতে তুলে দেন সমাজ সেবা কার্যালয়।

ইয়াসমিনের ভাই আনিসুর রহমান বলেন, আমার বোন দুইবছর আগে যশোর থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আমার বোন মারা গেছেন অথবা পাচারকারী লোকজন তাকে পাচার করেছে এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও আমরা নেইনি। এলাকায় আমরা মাইকিং ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজও পাইনি।এভাবে কেটে যায় দুইটি বছর।

তিনি আরও বলেন, গত সোমবার বাক প্রতিবন্ধী বোনটির খোঁজ আসে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে থেকে। তারা জানান আমার বোন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ে আছেন। পরে আজ মঙ্গলবার আমি ও আমার খালু শহিদুল ইসলাম রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ে গেলে কর্মকর্তারা আমার বোন ইয়াসমিনকে আমাদের হাতে তুলে দেন। আমি আমার বোনকে পেয়ে পরিবারের লোকজনসহ দারুণ খুশি। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই।

রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবু মুসা বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্যারের প্রচেষ্টায় প্রতিবন্ধী ইয়াসমিনকে তার পরিবারের ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক রুবাইয়াত ফেরদৌস বলেন, দুই বছর আগে কালুখালি থানা পুলিশ বাক প্রতিবন্ধী ইয়াসমিনকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আমরা সরকারি শিশু পরিবারে রেখে দিয়ে সেবা দিতে থাকি। ইয়াসমিনের ঠিকানা খুঁজে আজ তার ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পার্লারের কক্ষে গোপন ক্যামেরা, গ্রেফতারের পরই জামিনে মুক্ত ফারনাজ আলম

বাংলা পোর্টাল: রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক ফারনাজ আলমকে গ্রেফতারের

বাঁশখালীর শেখেরখীল সরকার বাজারে অগ্নিকান্ডে ছয় দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ছয় দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। মঙ্গলবার (২৮ মে) রাত

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়

কুমারখালীতে আজও খোলা হয়নি সেই ইউনিয়ন পরিষদ, ভোগান্তি চরমে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ঘড়ির কাটায় সকাল ১১টা। টাঙানো হয়নি পতাকা। প্রধান ফটকে ঝুলছে তালা। আসেনি চেয়ারম্যান, সচিব বা মেম্বরদের কেউ। কয়েকজন গ্রামপুলিশ বসে আছেন। আর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা: নবজাগরণ ফাউন্ডেশনের গৌরবময় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫, যেখানে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছে। দুপুর ১২ টায় (২০ ফেব্রুয়ারি) শহীদ

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি