আপনার জানার ও বিনোদনের ঠিকানা

নিখোঁজের ২ বছর পর বাক প্রতিবন্ধী বোনকে ফিরে পেলেন ভাই

দুই বছর আগে নিখোঁজ হন বাক প্রতিবন্ধী ইয়াসমিন (৪৫)। প্রায় দুই বছর পর সে তার স্বজনদের ফিরে পেয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মো. ফেরদৌস ইয়াসমিনকে তার ভাই আনিসুরের হাতে তুলে দেন।

বাক প্রতিবন্ধী ইয়াসমিনের বাড়ি যশোর জেলার সদর উপজেলার উপশহর ইউনিয়নে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।

জানা গেছে, ২০২১ সালের কোরবানীর ঈদের মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ প্রতিবন্ধী ইয়াসমিনকে কালুখালি থেকে উদ্ধার করে। ইয়াসমিন বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা বলতে না পারায় তখন তাকে জেলা সমাজ সেবা অফিসে পাঠানো হয়। তখন সমাজ সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ইয়াসমিনকে রাজবাড়ীর সরকারি শিশু পরিবারে হস্তান্তর করে। সেখানে প্রায় দুই বছর কেটে যায় তার। সমাজ সেবা অফিস বিভিন্নভাবে ইয়াসমিনের ঠিকানা বের খুঁজে বের করার চেষ্টা করে। পরে তারা ইয়াসমিনকে নিয়ে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে গিয়ে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করে। পরে ঐ তথ্যের ভিত্তিতে ইয়াসমিনের পরিবারকে খুঁজে বের করে সমাজ সেবা কার্যালয়। পরে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ইয়াসমিনকে তার ভাইয়ের হাতে তুলে দেন সমাজ সেবা কার্যালয়।

ইয়াসমিনের ভাই আনিসুর রহমান বলেন, আমার বোন দুইবছর আগে যশোর থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আমার বোন মারা গেছেন অথবা পাচারকারী লোকজন তাকে পাচার করেছে এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও আমরা নেইনি। এলাকায় আমরা মাইকিং ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজও পাইনি।এভাবে কেটে যায় দুইটি বছর।

তিনি আরও বলেন, গত সোমবার বাক প্রতিবন্ধী বোনটির খোঁজ আসে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে থেকে। তারা জানান আমার বোন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ে আছেন। পরে আজ মঙ্গলবার আমি ও আমার খালু শহিদুল ইসলাম রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ে গেলে কর্মকর্তারা আমার বোন ইয়াসমিনকে আমাদের হাতে তুলে দেন। আমি আমার বোনকে পেয়ে পরিবারের লোকজনসহ দারুণ খুশি। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই।

রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবু মুসা বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্যারের প্রচেষ্টায় প্রতিবন্ধী ইয়াসমিনকে তার পরিবারের ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক রুবাইয়াত ফেরদৌস বলেন, দুই বছর আগে কালুখালি থানা পুলিশ বাক প্রতিবন্ধী ইয়াসমিনকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আমরা সরকারি শিশু পরিবারে রেখে দিয়ে সেবা দিতে থাকি। ইয়াসমিনের ঠিকানা খুঁজে আজ তার ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

ছেলেকে নিয়ে ‘মা’ দেখবেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’ দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।

ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দেয়া সাধুবাবাকে খুঁজে পেয়েছে পুলিশ

মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় একটি বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট চুরির ঘটনায় প্রতারক সাধুবাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার

মধ্যপ্রদেশের সেহোরে ৩০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া সৃষ্টি নামের সেই শিশুকে জীবিত উদ্ধার করা গেল না। ৫০ ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে তুলে হাসপাতালে নিয়ে

পছন্দের খাবার যে কারণে খেতে পারছেন না রুক্মিণী

রুক্মিণী মৈত্রের চেহারা দেখে আকর্ষিত হন অনেকেই। তাকে দেখলেই সকলের একটাই প্রশ্ন থাকে। তিনি নিজের এই চেহারা ধরে রাখার জন্য কী কী করেন, সারাদিনে কী

মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন