নিখোঁজের ২ বছর পর বাক প্রতিবন্ধী বোনকে ফিরে পেলেন ভাই

দুই বছর আগে নিখোঁজ হন বাক প্রতিবন্ধী ইয়াসমিন (৪৫)। প্রায় দুই বছর পর সে তার স্বজনদের ফিরে পেয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মো. ফেরদৌস ইয়াসমিনকে তার ভাই আনিসুরের হাতে তুলে দেন।

বাক প্রতিবন্ধী ইয়াসমিনের বাড়ি যশোর জেলার সদর উপজেলার উপশহর ইউনিয়নে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।

জানা গেছে, ২০২১ সালের কোরবানীর ঈদের মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ প্রতিবন্ধী ইয়াসমিনকে কালুখালি থেকে উদ্ধার করে। ইয়াসমিন বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা বলতে না পারায় তখন তাকে জেলা সমাজ সেবা অফিসে পাঠানো হয়। তখন সমাজ সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ইয়াসমিনকে রাজবাড়ীর সরকারি শিশু পরিবারে হস্তান্তর করে। সেখানে প্রায় দুই বছর কেটে যায় তার। সমাজ সেবা অফিস বিভিন্নভাবে ইয়াসমিনের ঠিকানা বের খুঁজে বের করার চেষ্টা করে। পরে তারা ইয়াসমিনকে নিয়ে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে গিয়ে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করে। পরে ঐ তথ্যের ভিত্তিতে ইয়াসমিনের পরিবারকে খুঁজে বের করে সমাজ সেবা কার্যালয়। পরে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ইয়াসমিনকে তার ভাইয়ের হাতে তুলে দেন সমাজ সেবা কার্যালয়।

ইয়াসমিনের ভাই আনিসুর রহমান বলেন, আমার বোন দুইবছর আগে যশোর থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আমার বোন মারা গেছেন অথবা পাচারকারী লোকজন তাকে পাচার করেছে এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও আমরা নেইনি। এলাকায় আমরা মাইকিং ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজও পাইনি।এভাবে কেটে যায় দুইটি বছর।

তিনি আরও বলেন, গত সোমবার বাক প্রতিবন্ধী বোনটির খোঁজ আসে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে থেকে। তারা জানান আমার বোন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ে আছেন। পরে আজ মঙ্গলবার আমি ও আমার খালু শহিদুল ইসলাম রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ে গেলে কর্মকর্তারা আমার বোন ইয়াসমিনকে আমাদের হাতে তুলে দেন। আমি আমার বোনকে পেয়ে পরিবারের লোকজনসহ দারুণ খুশি। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই।

রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবু মুসা বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্যারের প্রচেষ্টায় প্রতিবন্ধী ইয়াসমিনকে তার পরিবারের ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক রুবাইয়াত ফেরদৌস বলেন, দুই বছর আগে কালুখালি থানা পুলিশ বাক প্রতিবন্ধী ইয়াসমিনকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আমরা সরকারি শিশু পরিবারে রেখে দিয়ে সেবা দিতে থাকি। ইয়াসমিনের ঠিকানা খুঁজে আজ তার ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পলিথিন মোড়ানো নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে ব্রিজের নিচ থেকে

অগ্রণী ব্যাংকের ১২ হাজার তথ্য হ্যাকারদের কাছে

নিজস্ব প্রতিবেদক: দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পুরো সার্ভার হ্যাকারদের কবলে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডি হ্যাকারদের

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা, শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি’) এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (০১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক

শেয়ারবাজারে দরবেশ-পীরেরা না থাকলেও মুরিদরা রয়েছে: তদন্ত কমিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে অনেক কিছুই বেরিয়ে এসেছিল। কিন্তু তার আলোকে কিছুই করা হয়নি। কাউকে শাস্তি দেওয়া হয়নি।

ভারতে বিক্ষোভ সহিংসতা চরমে, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও

কাওয়াকোলা চরে ইডিপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ দরিদ্র মানুষের জন্য কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়ার চরে “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের” আয়োজন করেছে ড: ফজলুর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১৮ এপ্রিল) দিনব্যাপী