নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে মো. দ্বীন ইসলাম (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

বৃহস্পতিবার (৬ জুন’) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত মো. দ্বীন ইসলাম নাওড়া এলাকার মিল্লাত হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার জাহিদ, সোহেল, শাহিন, আমিনুল, রাজীব, নাজমুল, জেসমিন, ওয়াসিম, ইভা ও সাখাওয়াত। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কায়েতপাড়া এলাকায় জমির ব্যবসা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রঙধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর ভাই নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় মোশাররফ হোসেনের বিরোধ দীর্ঘদিনের।

গত মঙ্গলবার মোশাররফ তার এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে আসেন। তখন প্রতিপক্ষের লোকজন তাঁকে ধাওয়া দিলে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে মঙ্গলবার রাত থেকেই উত্তেজনা চলে নাওড়া এলাকায়।

বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন পাল্টাপাল্টি ছোড়া গুলিতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দ্বীন ইসলাম। সে মোশাররফ হোসেনের অনুসারী বলে জানা গেছে।

সংঘর্ষের বিষয়ে জানতে মোশাররফ হোসেনের মোবাইলে ফোন দিলে সাড়া পাওয়া যায়নি।

নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গ্রামবাসীর সঙ্গে মোশাররফের লোকজনের সংঘর্ষের খবর পেয়েছি। আমি এলাকায় না থাকায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানি না। শুনতে পেয়েছি মোশাররফের এক লোক নাকি মারা গেছে।’

ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নাওড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিক্ষার্থীরদের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ১ হাজার ৫ শত ০৯ জন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে

‘বিসিএস পরীক্ষায় ছেলে বন্ধুর হয়ে প্রক্সি দিতে এসে ধরা তরুণী’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে বিসিএস পরীক্ষায় প্রক্মি দিতে এসে ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রিয়তি জান্নাত নামের এক তরুণী। এ ঘটনায় তাকে সাত দিনের কারাদণ্ড

‘আজ ইজতেমার আখেরি মোনাজাত’

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। রোববার, ৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে

অল্প বয়সে বিয়ে নিয়ে কটাক্ষের জবাব দিলেন অনুরাগের কন্যা

মাত্র ২২ বছর বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ‌্যপের মেয়ে আলিয়া কাশ‌্যপ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির

কর্মকর্তাই যেন ঠিকাদার সিরাজগঞ্জে টেন্ডার চূড়ান্ত হওয়ার আগেই কাজ শুরু’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এখনো টেন্ডার প্রক্রিয়াই শেষ হয়নি!