আপনার জানার ও বিনোদনের ঠিকানা

নওগাঁয় বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৬

ঠিকানা টিভি ডট প্রেস: নওগাঁর বদলগাছীতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলা সদরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিল্লু হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিসালাত বিন নেওয়াজ, আধাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাওসারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন এবং ছাত্রদল নেতা রুহুল আমিন।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, সোমবার বদলগাছি উপজেলার কার্তিকাহার স্কুল মাঠে ছাত্রদলের কর্মীদের একটি সমাবেশ হয়। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সমাবেশ সম্পর্কে পূর্বে অবগত না করায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় তলব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে সবধরনের গ্রুপিং উপেক্ষা করে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপি নেতা জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেখানে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ফিরে আসেন। ফেরার পথে তারা চৌরাস্তা মোড়ে পৌঁছালে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। এর দেড় ঘণ্টা পর বুলেট সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর দ্বিতীয় দফায় ফের হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় গুরুতর আহত হন অন্তত পাঁচজন।

পূজা মণ্ডপের গেইট ভাংচুরের সময় হিন্দু যুবক আটক

হামলার শিকার সাজু হোসেন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে দুই দফায় হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বলেন, উপজেলায় বিএনপির তিনটি গ্রুপ রয়েছে। ছাত্রদলের যেসব ছেলেরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা আরেক গ্রুপের। স্বৈরাচার হাসিনার আমলে তারা আমার ছবিতে জুতার মালা পরিয়েছিল। দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছিল।’

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ছাত্রদলকে বিএনপি লালন করবে। তাদের ভালোমন্দ দেখাশোনা করবে। অথচ তাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে আসলে তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, বদলগাছীতে ছাত্রদল ও বিএনপির মাঝে সংঘর্ষের কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন ঘটনা ঘটে থাকলে জড়িতদের ছাড় দেবে না জেলা বিএনপি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে জানা গেছে।

‘যুক্তরাষ্ট্রে তুষারঝড়, বিদ্যুৎহীন ৫৭ হাজার মানুষ’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ৩০৫ কিলোমিটার গতিবেগে ভয়াবহ তুষারঝড়ের আঘাতে প্রধান প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে কমপক্ষে ৫৭ হাজার মানুষ

শাহজাদপুরে কোচ-সিএনজি সংঘর্ষে আহত আরও ১ শিশু নিহত 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে কোচ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-মেয়ে

জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৬

সোহেল আহম্মেদ লিও: জয়পুরহাট প্রতিনিধিঃ ৮ ফেব্রুয়ারি,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে

সাক্ষ্য দিতে ফের আদালতে শাকিব

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় বারের মতো অসুস্থতা দেখিয়ে আদালতে উপস্থিত হননি চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার অষ্টম অতিরিক্ত

তাড়াশে চালের কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছেন চেয়ারম্যানের শ্বশুড়  

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র, গরীব অসহায় পরিবারকে ৩০ কেজি করে সাশ্রয়ী মূল্যে চালের কার্ড করে দেওয়ার নামে টাকা তুলে আত্মসাতের