ঠিকানা টিভি ডট প্রেস: নওগাঁর বদলগাছীতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলা সদরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিল্লু হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিসালাত বিন নেওয়াজ, আধাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাওসারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন এবং ছাত্রদল নেতা রুহুল আমিন।
স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, সোমবার বদলগাছি উপজেলার কার্তিকাহার স্কুল মাঠে ছাত্রদলের কর্মীদের একটি সমাবেশ হয়। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সমাবেশ সম্পর্কে পূর্বে অবগত না করায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় তলব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে সবধরনের গ্রুপিং উপেক্ষা করে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপি নেতা জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেখানে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ফিরে আসেন। ফেরার পথে তারা চৌরাস্তা মোড়ে পৌঁছালে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। এর দেড় ঘণ্টা পর বুলেট সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর দ্বিতীয় দফায় ফের হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় গুরুতর আহত হন অন্তত পাঁচজন।
পূজা মণ্ডপের গেইট ভাংচুরের সময় হিন্দু যুবক আটক
হামলার শিকার সাজু হোসেন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে দুই দফায় হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বলেন, উপজেলায় বিএনপির তিনটি গ্রুপ রয়েছে। ছাত্রদলের যেসব ছেলেরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা আরেক গ্রুপের। স্বৈরাচার হাসিনার আমলে তারা আমার ছবিতে জুতার মালা পরিয়েছিল। দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছিল।’
মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ছাত্রদলকে বিএনপি লালন করবে। তাদের ভালোমন্দ দেখাশোনা করবে। অথচ তাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে আসলে তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, বদলগাছীতে ছাত্রদল ও বিএনপির মাঝে সংঘর্ষের কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন ঘটনা ঘটে থাকলে জড়িতদের ছাড় দেবে না জেলা বিএনপি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’