নিজস্ব প্রতিবেদক: খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল (১৮) ফেসবুকে ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে অচেতন হওয়া যুবক এখন আর্মি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় রাত ১১ টার সময় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন (দক্ষিণ) পুলিশের ডেপুটি কমিশনার মোঃ তাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল ফেসবুকে ধর্মীয় কটূক্তি করে পোস্ট দেন। সন্ধ্যায় সাধারণ ছাত্র-ছাত্রীরা তাকে ধরে খুলনা মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান। সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু উৎসবকে বের করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় । এতে ঘটনাস্থলেই তরুন অচেতন হয়ে পড়লে সেনা সদস্যরা উদ্ধার করে তাদের হেফাজতে চিকিৎসা দিচ্ছেন।’
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, আহত উৎসব মন্ডল আর্মি সেনাবাহিনীর হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’