দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা: জয়

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) দায়ী করেছেন। তিনি দাবি করেন, বিদেশি শক্তি এই আন্দোলন পরিচালিত করেছে।

শনিবার ( ১০ আগস্ট’) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

শেখ হাসিনার বক্তব্য বিকৃত করা হয়েছিল বলে দাবি করে জয় বলেন, ‘তারা আমার মায়ের বক্তব্য সেখান থেকে নিয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে, আমরা রাজাকারদের পরিবারকে চাকরিতে চাই না। তারা সেই বক্তব্য তা বিকৃত করে ছড়িয়েছে যে, আমার মা বলেছেন, আন্দোলনকারীরা রাজাকার। আমার মা কখনও এ কথা বলেননি। তবে এটি ছড়িয়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ছোট গোষ্ঠীটি বিদেশী একটি গোয়েন্দা সংস্থা দ্বারা প্ররোচিত হয়েছিল। আমি আইএসআইকে প্রবলভাবে সন্দেহ করি। আন্দোলন অব্যাহত রাখার কোনো কারণ ছিল না। কারণ কোটা আমাদের সরকার বাধ্যতামূলক করেনি।’ তিনি বলেছেন, ‘পুলিশকে বল প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়নি এবং অতিরিক্ত বল প্রয়োগকারী কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।’ এ সময় তিনি প্রশ্ন তোলেন, কীভাবে বিক্ষোভকারীরা অস্ত্র পেয়েছিলেন?

সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন জয়। এই সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন তিনি। জয় বলেন, ‘আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘুদের রক্ষা করেছে এবং বর্তমান সরকার তা করতে ব্যর্থ হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপদ রাখতে, বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে চাই।’

শেখ হাসিনা সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাগ্রহণের ১২ ঘণ্টার মধ্যে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) ভুল করতে শুরু করেছে। তারা এরইমধ্যে জানিয়েছে যে, নির্বাচনকে তারা গুরুত্ব দিচ্ছে না। দেশের সংস্কারে বিগত সরকারের বিচারকে তারা অগ্রাধিকার দিচ্ছে। একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করা এক জিনিস; শাসন করা অন্য জিনিস। তারা জনগণের দ্বারা নির্বাচিত না। তাদের কথা কে শুনবে?’

এদিকে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশছাড়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। তিনি পদত্যাগ করেননি। যে কারণে আইন অনুযায়ী তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শনিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।

জয় দাবি করেন, ‘তিনি (শেখ হাসিনা’) একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তখন সময় ছিল না। আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। সংবিধান মতে, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রমজান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমালো কাতার’

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের দেশ কাতার রমজানকে সামনে রেখে ৯০০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেফাজতের নেতাকর্মীদের হত্যায় জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক: ২০১৩, ২০১৬ এবং ২০২১ সালে নেতাকর্মীদের যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। একইসঙ্গে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: নিহত সব আরোহী

অনলাইন ডেস্ক: ব্রাজিলে ছোট একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে এই

সিরাজগঞ্জে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার পলাতক প্রধান আসামি মমতাজকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-১২’র সদস্যরা। আজ শনিবার

মানসিক চাপ থেকে যেসব জটিলতা সৃষ্টি হতে পারে।

আলতাফ হোসেন শামীম, চট্টগ্রাম প্রতিনিধি মানুষ বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভোগেন। আর এই মানসিক সমস্যার কারণে সৃষ্টি হয় নানা রকম শারীরিক জটিলতা। সবার ক্ষেত্রেই যে

ড.ইউনূসকে নিয়ে সরব হচ্ছে কূটনীতিকপাড়া

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে কূটনীতিক পাড়া সরব ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উঠে বিভিন্ন দূতাবাসগুলোর দৌড়ঝাঁপ ছিল দৃষ্টিকটু। নির্বাচনের পর অবশ্য