দেশের ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। পলিটিক্যাল-অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছন নির্মাতা নিজেই।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, “এ সিনেমার হিরো গল্পটাই। ‘সুলতানপুর’ সিনেমাটি সীমান্তে বসবাস করা মানুষদের গল্প। এটি একটি কমার্শিয়াল সিনেমা কিন্তু সিনেমার গল্পটি খুবই শক্তিশালী। এই সিনেমা যে মেসেজ বহন করে সেটিও শক্তিশালী। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, ঐ সম্মানকে পুঁজি করে কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। মূলত এটাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। ৯৯ ভাগ গ্রামের মানুষ এই গল্পের সাথে নিজেদের কানেক্ট করতে পারবে।”

সৈকত নাসির জানান, সিনেপ্লেক্সসহ মোট ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুলতানপুর’। সিনেপ্লেক্সের মধ্যে সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কোয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে।

এছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাদঁমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে ‘সুলতানপুর’।

দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সৈকত নাসির। তাছাড়া এর হিন্দি স্বত্ব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।

ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, “কোভিডসহ বিভিন্ন কারণে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে বেশ দেরিতে। তবে এবার দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। ‘সুলতানপুর’ নিয়ে আমি আশাবাদী এ কারণে যে এর গল্প শক্তিশালী। নির্মাণ খুব ভালো হয়েছে। পাশাপাশি আমরা যারা শিল্পী ছিলাম সবাই শতভাগ দিয়েই কাজ করেছি। আর এ ধরনের চরিত্রও আমার কাছে নতুন। অন্য এক অধরাকে এখানে খুঁজে পাবেন দর্শক।”

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। প্রযোজনায় রয়েছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিরপুরে অটোরিকশা চালকদের হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

নিজস্ব প্রতিবেদক: সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেন অটোরিকশার চালকেরা। সেই বিক্ষোভ থেকে মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও

হেলপারের প্রেমে রাসেল মিয়া মৌসুমি হামিদ 

ঠিকানা টিভি ডট প্রেস: ভালোবাসা দিবসকে সামনে রেখে তরুণ নির্মাতা মাহফুজ খাঁন নির্মাণ করলেন হেলপারের প্রেম, বাস চালক কচি খন্দকার ঐ বাসেরই হেলপার রাসেল মিয়া,নিয়মিত

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

ক্রীড়াঙ্গনের ইতিহাসে রেকর্ড বাজেট, গুরুত্ব বিশেষ কিছু প্রকল্পে

ঠিকানা টিভি ডট প্রেস: মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংক ও আর্থিকখাতে অস্থিরতাসহ নানা সংকটের মুখে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছে সরকার। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ

গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৯৫, লেবাননে আরও ৪৫ 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে

হঠাৎই বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করল ভারত, জানা গেল কারণ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের মূলভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরও সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎ স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই