শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সাথে বৈলছড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকেলে বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজের হলরুমে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ডা. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল কাদের। বৈলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা হেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, বাঁশখালী থানার উপ পরিদর্শক রুবেল চন্দ্র সিংহ, সাদ্দাম হোসেন, বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবুল কাশেম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রমিজ মেম্বার, সাবেক ইউপি সদস্য আবু তাহের, রফিক আহমদ, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নুরুল হক ড্রাইভার, বৈলছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর চৌধুরী, সাধারণ সম্পাদক ছোটন বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাশ, যুবদল নেতা আলমগীর সুমন, মো. নেজাম, মো. ইসলাম, রূপন সেন, জাহেদ, নাছির, নেজাম, মর্তুজ আলী মন্টু, শুক্কুর, আবছার, শ্রমিক দল নেতা হামিদ উল্লাহ, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম তোহা, মাসুদ, সেচ্ছাসেবক দল নেতা জোবাইদুল ইসলাম সেলিম, মো. হাবিব, বিএনপি নেতা মো. নেজাম, জিয়াউল হক মিয়া, হেলাল, লালা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।