আপনার জানার ও বিনোদনের ঠিকানা

দুই সন্তানের জননী’ চাচিকে নিয়ে ভাতিজা উধাও

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়ার জেরে দুই সন্তানের জননী চাচিকে নিয়ে পালিয়ে গেছে ভাতিজা। এমন ঘটনা ঘটেছে উপজেলার চরকুড়া গ্রামে। স্থানীয়রা জানান, চরকুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাত্তার মোল্লার স্ত্রী আঁখি বেগমের সঙ্গে (৪০) সাত্তার মোল্লার ভাতিজা রাজমিস্ত্রি মোতালেবের পরকীয়া সম্পর্ক তৈরি হয়।

বিষয়টি সম্প্রতি জানাজানি হলে আঁখি বেগমের প্রবাসী স্বামী ও শশুরবাড়ীর লোকজন তাকে সংশোধন হওয়ার কথা বলে শাসন করেন। অপরদিকে মোতালেবের পরিবার থেকে আঁখির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলা হয়। কিন্তু পরকীয়ার এ-সম্পর্ক ভাঙতে নারাজ আঁখি-মোতালেব। এক পর্যায়ে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে আঁখি ও মোতালেব পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে বাড়ীতে আঁখিকে না পেয়ে আত্মীয়স্বজনের বাড়ী খবর নেয় শশুরবাড়ীতে থাকা একমাত্র দেবর আব্দুল হাই ওরফে মোস্তাফিজুর’।

তিনি আরো বলেন, পরে কোথাও কোন খোঁজখবর না পেয়ে অবশেষে পাবনার মুলাডুলিতে মোতালেবের বোন পেয়ারা খাতুনের শশুরবাড়ীতে তাদের দুজনের সন্ধান মেলে। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে আঁখি বেগমকে তার বাবার বাড়ী পাঠিয়ে দেওয়া হয়।

আঁখি খাতুনের দেবর আব্দুল হাই ওরফে মোস্তাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে বাড়ীতে ভাবীকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মোতালেবের বোনের বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। আমার ভাই মালয়েশিয়া থাকে অন্তত ৩০ বছর হলো। বাড়ীতে ছুটিতে এসে গত ৭/৮ বছর হলো আবার মালয়েশিয়া গেছে। সব গহনা ও টাকা পয়সা ভাবির কাছেই থাকে। ভাবী পালিয়ে যাওয়ার সময় অন্তত ১৭ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে’।

স্থানীয় শালিসে এসব টাকা ও স্বর্ণালংকার ফেরত দেওয়ার কথা থাকলেও মোতালেবের পরিবার এখন আর ফেরত দিচ্ছে না’। একই গ্রামের এরফান মোল্লার ছেলে অভিযুক্ত মোতালেব বলেন, দুই বছরের বেশি সময় হলো আঁখি খাতুনের সঙ্গে আমার সম্পর্ক। আঁখির স্বামী অর্থাৎ আমার চাচা মালয়েশিয়া না থাকার কারণে আখিঁ একা বাড়ীতে থাকায় এই দুই বছরে আমাদের বহুবার শারিরীক সম্পর্ক হয়েছে’।

সিরাজগঞ্জ আদালতে গিয়ে কাজীর মাধ্যমে আগের স্বামীকে তালাক দিয়ে ১০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে আঁখিকে আমি বিয়ে করেছি। কিন্তু আমার কাছ থেকে আঁখিতে ফেরত নেবার পর অনেক মারধর করে ওকে দিয়ে আমাকে তালাক দিয়েছি। তারপর থেকে আঁখির সঙ্গে আর আমার কোন যোগাযোগ নেই। আর আঁখি আমার সঙ্গে পালিয়ে যাবার সময় ২০ হাজার টাকা নিয়েছিলো, আমি নিয়েছিলাম ১০ হাজার টাকা। আঁখির স্বামী ও শশুরবাড়ীর লোকজনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন’।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, চরকুড়া গ্রামে চাচীকে নিয়ে ভাতিজা উধাও, এমন ঘটনা আমার জানা নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

৪৫ পেরোলেই পেনশন চাই, যৌনপেশাকে শ্রম তালিকায় আনার দাবিতে পথে সোনাগাছি

কেন্দ্রের বিলের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশ থেকে সমাজবিরোধীরা প্রতিনিয়ত যৌনকর্মীদের উপরে নির্যাতন করে চলেছে বলে অভিযোগ দুর্বারের। রবিবার মে দিবস। শ্রমিক দিবসের আগে শনিবার সন্ধ্যাতেই

মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

ভবিষ্যৎ বরের আশায় কবিতা লিখে ট্রোলড ‘পটলকুমার’

এখনো স্কুলের গণ্ডি পেরোননি! এর মাঝেই পাত্র খুঁজছেন ‘পটলকুমার’ অভিনেত্রী হিয়া দে? এর আগেও নেটপাড়ার নীতিপুলিশদের কাছে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবারও তার

সেপ্টেম্বরে সংশোধন হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে। আমি তাকে বলেছি, আমরা অবশ্যই এ আইন সংশোধন

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ২

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), শুক্রবার (১৪ জুলাই)

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির যমুনার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

সিরাজগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমা