ঠিকানা টিভি ডট প্রেস: গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন এক স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার চন্নাপাড়া আমির হামজা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্বামীর নাম আবদুর রাজ্জাক (৩৫) তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জন উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।’
স্থানীয়রা জানান, দিনে স্ত্রীর (২২) সঙ্গে ঝগড়া হয় রাজ্জাকের। এর জেরে রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে তার অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এটি রাজ্জাকের দ্বিতীয় সংসার। তাকে নিয়ে চন্নাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন রাজ্জাক। তার প্রথম স্ত্রী অন্যত্র থাকেন। দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। দেড় বছর হলো তাদের বিয়ে হয়েছে।
রাজ্জাক যে বাড়িতে থাকতেন তার মালিক আমির হামজা বলেন, ভোরের দিকে রাজ্জাকের চিৎকার শুনে বের হই। গিয়ে দেখতে পাই তাদের ঘর জুড়ে রক্ত। পরে জানতে পারি তার দ্বিতীয় স্ত্রী স্বামীর অণ্ডকোষ কেটে ফেলেছেন। দিনে কোনো একটি ঝগড়ার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন স্ত্রী। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।
শ্রীপুর মডেল থানার এসআই ওয়াহিদ আলী মিয়া বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। গুরুতর আহত রাজ্জাককে ঢামেক হাসাপাতালে পাঠানো হয়েছে।’