আফগানিস্তানে তালেবান নেতৃত্বকে টুইট করার অনুমতি দিলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওপর টুইটার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।https://897c9d30ff555afcbe0961cdddf521d1.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
শুক্রবার নিজের টুইটার একাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল আদালতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে অভিযোগে এই কথা বলেন তিনি।
অভিযোগে তিনি বলেন, ‘তালেবান প্রতিদিন টুইট করতে পারছে। নিজেদের মতাদর্শের প্রচার করছে। কিন্তু আমার একাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড রাখা হয়েছে।’
এই বিষয়ে আদলতকে তিনি টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করেন।
এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটচুরির অভিযোগে একের পর এক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের জানুয়ারির শুরুতে ট্রাম্পের আহ্বানে তারা সমর্থকরা ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়। ক্যাপিটল হিলের সহিংসতায় পাঁচ ব্যক্তি নিহত হন।
এই সহিংসতার জেরে টুইটার ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট সাসপেন্ড করে।
আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের সমাপ্তিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই তালেবানের সাথে নতুন করে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ আলোচনার পর গত বছর কাতারের দোহায় এক শান্তি চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয় যুক্তরাষ্ট্র।
২০ বছর আগে তথ্যপ্রযুক্তির বিষয়ে কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বর্তমানে টুইটার, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমই ব্যবহার করছে তালেবান।