আপনার জানার ও বিনোদনের ঠিকানা

তালাক দেওয়ায় স্ত্রীর নাক ও হাত কাটলেন স্বামী’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সোনাভান খাতুন (৪৫) নামে এক গৃহবধূর নাক ও হাত কেটে দিয়েছেন তালাকপ্রাপ্ত স্বামী। এ ঘটনায় সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।

আটক সাগর হোসেন (৫০) পার্শ্ববর্তী মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলার ছেলে ও আহত গৃহবধূ ওই গ্রামের মৃত সোনাউল্লার মেয়ে।

শুক্রবার (৩ নভেম্বর’) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শহিদুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে সোনাভান ও সাগর হোসেনের বিয়ে হয়। দীর্ঘ সাংসারিক জীবনে তাদের তিনটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই কারণে-অকারণে সোনাভানের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন সাগর। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সোনাভান সইতে না পেরে মাস দুয়েক আগে স্বামীকে তালাক দেন। এতে সাগর ক্ষুব্ধ হয়ে বৃহস্বপতিবার বিকেলে সোনাভান দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে থেকে বাড়ি ফেরার পথ আটকে ধারালো রামদা বের করে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সোনাভানের নাক কেটে মাটিতে পড়ে যায়। এরপর তার ডান হাতের কুনইয়ে কোপ দেন সাগর।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সোনাভানকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ভুক্তভোগীর পরিবার।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, স্বামীকে তালাক দেওয়ায় সোনাভান নামে এক গৃহবধূর নাক ও হাত কেটে দিয়েছে তার স্বামী সাগর হোসেন। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, অভিযুক্ত সাগর হোসেনকে রাতেই আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছে। আগামীকাল শনিবার সাগর হোসেনকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো জরুরি : তসলিমা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ছবিটি দেখে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করলেন তিনি। তার মতে, কেরালা

সম্মানিত ব্যক্তির হাতে হাতকড়া: যৌক্তিকতা ও বাস্তবতা!

মাহমুদুর রহমান দিলাওয়ার সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ২টার দিকে রাজধানীর

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও

দেশে আরও ১৫৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের

স্বয়ং রাসূল সাল্লাহু সাল্লাম এর কাছে জেনা করার অনুমতি চাওয়া সেই কাহিনী।

আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চতুর্দিক