‘তারেক জিয়ার কথা প্রত্যাখ্যান করলেন ফখরুল-খসরু

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখন বিএনপিতে এক অনাহুত ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার কথা শুনছে না বিএনপির নেতারা। বরং বিএনপি নেতারা মনে করছেন তারেক জিয়ার কারণে বিএনপির এই দুরবস্থা, তার অপরিপক্ক অপরিণামদর্শী নেতৃত্ব বিএনপিকে এখন পথে বসিয়েছে। আর তাই তার কথা বিএনপি নেতারা শুনছেন না।

শুধু যে মাঠ পর্যায়ের নেতা বা ছোট নেতা তারা নন, এমনকি বিএনপির কারান্তরীণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কারান্তরীণ প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও তারেকের কথায় কান দিচ্ছেন না। তারা দুইজনই তারেকের নির্দেশ অমান্য করে জামিনের আবেদন করেছেন এবং একাধিক মামলায় তারা জামিনও পেয়েছেন।

লন্ডনে পলাতক বিএনপির এই নেতা নির্বাচনের আগে তথাকথিত অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই অসহযোগ আন্দোলনে তিনি বিএনপির নেতাকর্মীদেরকে বলেছিলেন তারা কেউ যেন আদালতে না যায়, জামিনের জন্য হাজিরা না দেয় এবং আইনগত প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে। এমনকি বিএনপির এই দুর্বৃত্ত নেতা এটাও বলেছিলেন, সরকারকে যেন কেউ খাজনা, ট্যাক্স না দেয়। কিন্তু বিএনপির কোন নেতাই তার কথা শোনেননি। সবচেয়ে বড় উদাহরণ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তারেক নির্দেশ অমান্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা আদালতে দৌড়াদৌড়ি করছেন এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে জামিন নেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক মামলা থেকে জামিন পেয়েছেন। তার যে বাকি মামলাগুলো আছে, সেই মামলাগুলোতেও জামিন নেওয়ার চেষ্টা হচ্ছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীও আজ চারটি মামলায় ইতোমধ্যে জামিন নিয়েছেন। আর বাকি মামলাগুলো থেকে জামিন নেওয়ার প্রক্রিয়া চলছে। আমীর খসরু মাহমুদ এর পরিবার ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং এই আইনজীবীরা অন্যান্য মামলাগুলো থেকে যত দ্রুত সম্ভব জামিন নেওয়ার জন্য দেন দরবার করছেন। আর এর মধ্য দিয়ে তারেক জিয়ার নির্দেশকে প্রত্যাখ্যান করল বিএনপি।

তারেক জিয়ার নির্দেশনা অমান্য করে এই দুইজন নেতাই যে শুধু আদালতে ধর্না দিচ্ছেন তা না। বিএনপির অন্তত এক হাজার নেতা এখন বিভিন্ন মামলায় জামিনের জন্য আদালতে যাচ্ছেন। তাছাড়া যারা জামিন পেয়েছেন, তাদেরকেও আদালতে নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হয় এবং এই হাজিরা দেওয়ার জন্য তারা আদালতে যাচ্ছেন।’

বিএনপির একজন নেতা বলেছেন, তারেক জিয়া যে নির্দেশ দিয়েছেন তা উদ্ভট অবাস্তব। লন্ডনে বসে আরাম আয়েশের জীবনযাপন করে এ ধরনের নির্দেশনা দেওয়া যায়। কিন্তু বাস্তবে এই ধরনের নির্দেশনা প্রতিপালন করা অসম্ভব ব্যাপার। একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের কাছে প্রার্থনা করেন জামিনের জন্য তাহলে তিনি কোন দিনই জামিন পাবেন না এবং এটি নিয়ে কোন মহলেই কোন কথা বলতে পারবেন না। আর এর ফল ভোগ করতে হতে তাদেরকে এবং তাদের পরিবারকে। আর এ কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমীর খসরু মাহমুদ এর মতো বহু নেতা তারেক জিয়ার কথাকে আর পাত্তা দিচ্ছেন না। বরং যে যার মতো করে আইনজীবী নিয়োগ দিচ্চেন এবং আইনজীবীর মাধ্যমে তারা তাদের জামিনের জন্য চেষ্টা করছেন এবং তাদের মামলাগুলোকে সুরাহ করার চেষ্টা করছেন। এর ফলে বিএনপিতে তারেকের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং তারেক জিয়াকে নিয়ে এখন বিএনপির নেতারা বিরক্তি প্রকাশ করছেন। তারা বলছেন, এই দলটির আজকের দুরাবস্থার জন্য প্রধান দায়ী তারেক জিয়াই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখতে র‌্যাব-১২ বিশেষ ভূমিকায়

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছি: বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি একটু আশাহত

খাবারের বিনিময়ে গর্ভের সন্তানকে দত্তক দিতে চান মেম্বারের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামী ভরণপোষণ না দেওয়ায় খাবার ও চিকিৎসার বিনিময়ে গর্ভের সন্তানকে দত্তক দিয়ে দিতে চান অন্তঃসত্ত্বা এক নারী। ভুক্তভোগী ওই নারীর নাম মঞ্জুরা বেগম।

সমন্বয়কের ওপর ছাত্রদলের হামলার পরিকল্পনার খবরে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হামলায় মদদদাতা শিক্ষকদের পদত্যাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর ওপর হামলার পরিকল্পনার বিচারসহ তিন

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁ’সির আসা’মির পলায়ন, পরে আবার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয় নি। বগুড়া

প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া বাগানের একটি গাছকে প্রশ্ন করলে উত্তর পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। গাছটি দেখতে ভিড় করছেন