তারেকের স্বেচ্ছাচারিতা: তৃণমূল খুশি, বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এখন চরম আকার ধারণ করেছে। তিনি বিএনপির কোন নেতাকে পাত্তা দিচ্ছেন না। কারও সাথে কথা বলছেন না। এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সমস্ত সিদ্ধান্তের কারণে বিএনপির সিনিয়র নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যে কোন সময় বিএনপিতে বড় ধরনের বিদ্রোহের সঙ্কট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

তবে বিএনপির তৃণমূলের নেতারা এতে খুশি। হঠাৎ করেই তৃণমূলের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রুহুল কবির রিজভী বিএনপির লাইম লাইটে আসার পর বিএনপিতে কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলে বিএনপিতে কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির তৃণমূলের কর্মীরা মনে করেন যে, ঢাকায় যে সমস্ত নেতারা আছেন, তাদের ব্যর্থতার কারণেই বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছে না এবং তাদের সঙ্গে সরকারের গোপন যোগসাজোশ রয়েছে। এ কারণে তারা আন্দোলনকে ভুল পথে পরিচালিত করছেন। আর যে সমস্ত নেতারা নিষ্ক্রিয় তাদেরকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করছেন তৃণমূলের নেতৃবৃন্দ। আর এই ডাকে সাড়া দিয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক।

জিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের ভেতরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই তারেক জিয়া এখন তৃণমূলের দাবি দাবিগুলোকে আমলে নিচ্ছেন। আর এ কারণেই বিএনপিতে এই পরিবর্তনগুলো হচ্ছে। তবে বিএনপির শীর্ষ নেতাদেরকে বাদ দিয়ে এ ভাবে দলের ভেতর সংস্কার এবং উল্ট পাল্ট করার পরিণাম ভয়াবহ হবে বলে মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা।

বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অন্তত দুইজন বলেছেন, যেভাবে এখন বিএনপি চলছে, কোন রাজনৈতিক দল এভাবে চলতে পারে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রুটিন কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তিনি দলীয় কোন কর্মসূচিতে আগ্রহী নন। নতুন কর্মসূচির পরিকল্পনাও ঠিকঠাক মতো হচ্ছে না। দলের নেতৃবৃন্দের মধ্যে আলাপ আলোচনা নাই। মির্জা আব্বাস দলীয় সমস্ত কর্মকাণ্ড থেকে ঈদের পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্তির পর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়।

দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়কেও খুব একটা তৎপর দেখা যাচ্ছে না। নজরুল ইসলাম খান নিজেকে অসুস্থ ঘোষণা দিয়ে ঘরে বসে আছেন। আর ড. খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সত্যি সত্যিই অসুস্থ। তারা দলীয় কর্মকাণ্ডে নেই।’

ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর একটি বিশাল অংশ নিজেদেরকে নিষ্ক্রিয় করে রেখেছেন। এই বাস্তবতার বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোন অবস্থান নাই। বিএনপির নেতারাই বলছেন, যেসমস্ত তৃণমূলের নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীর প্রশংসায় এখন পঞ্চমুখ, তারা ভুল করছেন। তারা জানেন না যে, জাতীয় পর্যায়ে বিএনপির মতো একটি বড় দলকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা এখনও রিজভী অর্জন করতে পারেননি। আর এ কারণে রিজভীকে যদি মহাসচিব করা হয় তাহলে বিএনপির সর্বনাশ হবে বলেই অনেকে মনে করছেন। তবে সবকিছু ছাপিয়ে বিএনপির মধ্যে এখন স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরোধ প্রকাশ্য হয়েছে। আর এই বিরোধ উস্কে দিচ্ছেন তারেক জিয়া নিজে।

বিএনপির নেতারা মনে করছেন, তারেক জিয়া তৃণমূলের সাথে নেতৃবৃন্দের সাথে বিরোধ লাগিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের চাপে রাখার কৌশল গ্রহণ করেছেন। এখন দেখার বিষয় এই কৌশল কতটুকু সফল হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৪ নভেম্বর)। কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এতে

টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত

জুয়ার আসর বসানোয় কৃষক দলের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুয়ার আসর বসানোর অভিযোগে ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি)।

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহেলে সুনাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু

সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে ১৫ জেলার সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা

গাজায় নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫