তামাটে জীবন
স্বামীর সংসারে
ভরেনাতো মন।
সারাদিন লেগে থাকে
অশান্তি ঘরে
বৃষ্টি হয়ে অশ্রু ফোঁটা
টপটপিয়ে ঝরে।
দু”সন্তানের লেখাপড়া
আর বাসা ভাড়া
সুখপাখি ডানা ঝাপটে
হয় দিশেহারা।
ভালো মন্দ দু’টো খাবার
জোটেনাতো মোটে
লেগে থাকা অনটনে
ক্ষুধা পিছু ছোটে।
হাসির ঘরে কান্নার বিড়াল
ডাকে দিনে রাতে
সুখের বদল করি আমি
অনাহারের সাথে।
পেট ভরেনা অাধাপেটা
শুধুই বেঁচে থাকা
ওদের মুখের হাসির জন্য
নিজের দুঃখ ঢাকা….
( পৃথিবীর সব মা কে উৎসর্গকৃত)
Khub shundor
Allahr kase pawa jabe yei koshter purushkar.