লুৎফর রহমান তাড়াশ: তাড়াশ উপজেলা আদিবাসী ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও উনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আজ ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আদিবাসী ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আদিবাসী ফোরামের সভাপতি সনজিৎ কুমার সিংহ সহ সভাপতি হিতেন টর্প, মিলন উরাঁও, সাধারণ সম্পাদক, তরুণ বসাক,সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
ফোরামের সভাপতি সনজিৎ কুমার সিংহ বলেন, “তাড়াশ উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার রক্ষায় আমরা কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া। এই কাজগুলোর সফল বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “আমরা আশা করি, ইউএনও স্যারের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমাদের আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।’
ইউএনও সুইচিং মং মারমা তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের জাতীয় সম্পদ। তাদের সার্বিক উন্নয়নে প্রশাসন সবসময় পাশে থাকবে।”