লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের প্রায় তিন ঘন্টাকাল ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ উভয় পক্ষের অনন্তঃ ১৩ জন আহত হয়েছেন।
গুরুতর আহত সাতজনকে সিরাজগঞ্জসহ এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মসজিদ, মাদ্রসা, বাজার, হাট, খাস পুকুরসহ সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা, উন্নয়নের জন্য বহু বছর ধরে গ্রামে একটি গ্রাম উন্নয়ন কমিটি আছে। আর ৫ আগষ্ট পরিবর্তিত পরিস্থির পর সম্প্রতি পুরোনা গ্রাম উন্নয়ন কমিটি ভেঙ্গে ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম মোল্লা তার অনুগতদের নিয়ে নিজেকে সভাপতি করে নতুন গ্রাম উন্নয়ন কমিটি গঠন করেন।
অপরদিকে একই গ্রামের বিএনপি’র আরেক কর্মী আব্দুর রশীদ ও অনুগতরা গঠন করা নতুন গ্রাম উন্নয়ন কমিটির বিরোধীতা শুরু করেন এবং কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবী জানান। যা নিয়ে অধিপত্য বিস্তারের জন্য সকালে মান্নান নগর বাজারে উভয় পক্ষের সমর্থক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্য্যায়ে শহিদুল এবং আব্দুর রশীদ অনুগতরা লাঠি, সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারের দু’ পাশে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
পাশাপাশি বেলা সাড়ে ১১ টার দিকে শহিদুল এবং আব্দুর রশীদ অনুগতরা লাঠি, সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। আর ঘন্টাকাল ব্যাপি রক্তক্ষয়ী ওই সংঘর্ষে উভয় পক্ষের মো. মোতালেব হোসেন, আব্দুল রশিদ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহতাব আলী, মহশীন, শিবলু, আব্দুল বারিক, তছলিম, আব্দুর রাজ্জাকসহ হামকুরিয়া গ্রামের অনন্ত ১৩ জন আহত হন। এদের মধ্যে আব্দুর রশিদ ও মাহতাব আলীসহ সাত জনের অবস্থা আশঙ্কা জনক বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিকাল সাড়ে তিনটার দিকে তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। আর এ ঘটনায় দু’ পক্ষের কেউ থানায় অভিযোগ বা মামলা করতে এখনও আসেননি।