এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পূজা উদযাপন কমিটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বুধবার বিকালে উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি আনন্দ ঘোষ ও তার নেতৃবৃন্দের এর সাথে মতবিনিময় করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা সদর মাওঃ আবুল কাশেম,নায়েবে সদর ক্বারী আঃ মান্নান, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমান,সহ-সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন,ক্বারী মোঃ তারিকুল ইসলাম,ডাঃ শামিম আহমেদ,হাশেম উদ্দিন এছাড়া পূজা উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানিক রায়, দপ্তর সম্পাদক অমল সরকার, কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সদস্য সচিব বিপুল প্রমূখ।
এসময় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে।এমতাবস্থায় আমরা ছাত্র সমাজ সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি কেউ যেন বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা আপনাদেরকে আশ্বাস ও নিশ্চয়তা দিয়ে বলতে চাই আমরা সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। নির্ভয়ে সবাই থাকবেন ও আপনারা স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন। আমরা অপনাদের সাথে আছি।
পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।