লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ ভবনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাড়াশ পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আবু তাহের, সাধারণ সম্পাদক রমজান আলী,সিরাজুল ইসলাম, যুবদল নেতা, আমিন হোসেন,মাসুদ রানা,দুলাল হোসেন,সুজন , ছানোয়ার হোসেন,
ছাত্রদল নেতা টনি আহম্মেদ,সাদাব প্রধান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ন ও উৎসমূখর করতে পৌর বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদের সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আহ্বান এবং সেই সাথে প্রতিত স্বৈরাচারের দোসরা যেন কোন প্রকার নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পৌর বিএনপি সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।সেই সাথে মিথ্যা মামলা উপেক্ষা করে উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের মাটিতে এসেছেন তাড়াশ পৌর বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানান।
উল্লেখ্য:এ বছর তাড়াশ পৌর এলাকায় ১২ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।