আপনার জানার ও বিনোদনের ঠিকানা

তথ্য জালিয়াতির কারণে চবির সহকারী প্রক্টরের স্ত্রীর নিয়োগ বাতিল

আলতাফ হোসেন শামীম, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়ার নিয়োগের সুপারিশ বাতিল করেছে সিন্ডিকেট। তথ্য জালিয়াতির কারণে বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় নিয়োগ বোর্ডের করা এই সুপারিশ বাতিল করা হয়। সভা শেষে শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে একজন সদস্য বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত বছর ২৫ জানুয়ারি ও  ২৪ আগস্ট পালি বিভাগে প্রভাষক পদে আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। দুটিতেই সহকারী প্রক্টরের স্ত্রী অভি বড়ুয়া আবেদন করেন। তবে তিনি স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম না হয়েও আবেদন পত্রে উল্লেখ করেছিলেন। এ ছাড়া বিজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব উল্লেখ করার কথা থাকলেও তিনি তা করেননি। এসব তথ্য জালিয়াতির কারণে তার আবেদনটি বাতিল করে আবেদনপত্র যাচাই-বাছাই কমিটি।
বিষয়টি জানাজানি হওয়ার পর অভি বড়ুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজের ভুল স্বীকার করেন। গত বছরের ৬ নভেম্বর তিনি সংশোধনী আবেদনপত্র জমা দেন। তবে আবেদনের মেয়াদ শেষ হওয়ায় সে আবেদনপত্র গ্রহণ করেনি নিয়োগের যাচাই বাছাই কমিটি। কমিটির এ সিদ্ধান্তকে উপেক্ষা করে অভি বড়ুয়াকে সাক্ষাৎকারে ডাকে কর্তৃপক্ষ। গত ১৩ মার্চ এ সাক্ষাৎকার নেয় নিয়োগের নির্বাচনী বোর্ড।  ওই বোর্ডে পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়ার আপত্তি সত্ত্বেও অভি বড়ুয়াকে সবার আগে নিয়োগের সুপারিশ করা হয়। ওই সময় সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠে।
জানতে চাইলে পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া বলেন, বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করা, সাক্ষাৎকারে প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে তিনি অভি বড়ুয়াকে নিয়োগ না দেওয়ার পক্ষে ছিলেন।
নিয়োগের এ সুপারিশ বাতিলের কারণ জানতে চাইলে সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবেদনপত্রে ত্রুটিপূর্ণ তথ্য দেওয়া, বিজ্ঞাপনের শর্ত পূরণ না করা ও পালি বিভাগের সভাপতির আপত্তির কারণে অভি বড়ুয়ার নিয়োগের সুপারিশের অনুমোদন দেওয়া হয়নি। কয়েকদিনের মধ্যে সভার কার্যবিবরণী তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

বাড়ছে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জ প্রতিনিধি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির ফলে দ্রুত বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও

ভৈরবে রেললাইনের সিগন্যালের পিলার চুরির সময় আটক ৩

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের সিগন্যালের পিলার চুরির সময় আটক হয়েছেন তিন চোর। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেললাইনের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন

ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে খুন করেন ইসরাজুল

যশোর শহরতলীর চাচড়া বর্মন শ্মশানে রনি হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি ইসরাজুল ইসলাম (২৫) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানিলিওন

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন। সেখানের একাধিক ছবিতে দেখা গেছে স্বামী ড্যানিয়েল ওয়েবারের হাত শক্ত করে ধরে রয়েছেন

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর

সিগারেট ছাড়ার ৭ সহজ উপায়

একবার বিড়ি-সিগারেটের নেশায় পড়লে তা থেকে পাকাপাকিভাবে নিজেকে সরিয়ে আনা মোটেই সহজ নয়। সিগারেট যে কতটা ক্ষতিকর তা এখন ইন্টারনেটের দৌলতে ছোট বাচ্চাও জানে। কিন্তু