আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি এখন আন্দোলনের কৌশল নিয়ে নতুন করে ভাবছে। এ নিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করছে। আর এই সমস্ত বৈঠক এবং আন্তর্জাতিক পরামর্শে বিএনপি তার আন্দোলনের কৌশল পরিবর্তন করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে তারা মধ্যবর্তী নির্বাচনের জন্য দাবি করতে পারে এবং ঈদের পর থেকে সেই দাবিতে আন্দোলন শুরু করতে পারে।

বিএনপির একাধিক নেতা বলছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দিয়েছেন। এই দাবি আদায় করা সম্ভব নয় এবং এই দাবিতে অটল থেকে নির্বাচন বর্জন করলে পশ্চিমা দেশগুলো বিএনপিকে কোন সহযোগিতা করতে পারবেন না-এমন একটি বার্তাও বিএনপির নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে।

বিএনপি মনে করে যে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। আর এই কারণেই তারা নতুন করে আন্দোলন শুরু করতে চাইছে। কিন্তু পশ্চিমা দেশগুলো তাদের পরামর্শ দিয়েছে যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এটি সত্য কিন্তু এর দায়দায়িত্ব একা সরকারের নয়। এর দায় দায়িত্ব বিএনপিও রয়েছে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করত এবং বিএনপির অংশগ্রহণের পরে যদি দেখা যেত নির্বাচনে কারচুপি হয়েছে তখন আন্তর্জাতিক মহল সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারত। সরকারকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারত। কিন্তু বাস্তবতা হলো এই যে, বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, কাজেই এই নির্বাচন ভালো না মন্দ সেটি যাচাই বাছাই করার এখতিয়ারও বিএনপির নেই।’

সাম্প্রতিক সময়ে একাধিক কূটনীতিক মহল বিএনপিকে বলেছে যে, তারা যদি সত্যিই মনে করে যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি সে ক্ষেত্রে তারা নতুন করে আন্দোলন না করে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলতে পারে। এরকম দাবি যদি বিএনপির পক্ষ থেকে উচ্চারিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যদি তারা নির্বাচনে সম্মত হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দাবির প্রতি সমর্থন জানাবে।

ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে যে, তারা মনে করে যে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। কিন্তু আরেকটি নতুন নির্বাচনের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়নি। কারণ যদি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকে তাহলে এই দাবি নিয়ে তারা বেশিদূর এগোতে পারবে না এবং এই দাবি আদায়ের জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবিকেও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নির্বাচন প্রমাণ করেছে যে, তত্ত্বাবধায়ক সরকারই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র গ্যারান্টি নয়। পশ্চিমা দেশগুলো বিগত নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট না। তারা মনে করে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করছে এবং সে ক্ষেত্রে তাদের আন্তরিকতার অভাব ছিল না। আর তাই বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে এই নির্বাচন ভালো না মন্দ সেটি নির্মোহ ভাবে বিচার করার সুযোগ তৈরি হতো। কিন্তু বিএনপি অংশগ্রহণ না করায় সেই সুযোগ নষ্ট হয়ে গেছে। এখন বিএনপিকে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ রেখে দ্রুত একটি মধ্যবর্তী নির্বাচনের দাবি তৈরি করে। কিন্তু বিএনপি এখন হুটহাট করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিভাবে বাদ দিবে সেটি নিয়ে তারা দ্বিধায় রয়েছে।

বিএনপির একাধিক সূত্র বলছে যে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি এখন আমরা বাদ দেই তাহলে সেটি হবে আমাদের নৈতিক পরাজয়। তাছাড়া এই দাবি নিয়েই এতোদিন ধরে বিএনপি আন্দোলন করছে। এখন হঠাৎ করেই এই দাবি বাদ দিলে নেতাকর্মীদের মধ্যে হতাশা আরও বাড়বে। তবে তাদের বিদেশি বন্ধুরা বলছে যে, যদি সরকার আগাম নতুন নির্বাচন দেয় আর বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি পরিত্যাগ করে তাহলে উভয় পক্ষই একটি সমতার জায়গায় আসবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়েছে দেওয়া হয়েছে যে, বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পাঁচ বছর পর বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি তার জনপ্রিয়তা যাচাই করতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতের আঁধারে বেনজীরের খামারবাড়ি থেকে ৩৬ গরু উধাও

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে, সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। সেই ‘খামারবাড়িতে’ বেনজীর আহমেদের সম্পদের খোঁজ

সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

মোঃ মাসুদ রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাস পাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।’ আজ রোববার (১৪ জুলাই) বেলা ১২

বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশ করেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দাওয়াত পেয়ে দূতাবাসে যায়। আর বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত ও চীন’

নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো চীনে। সোমবার (২৩ জানুয়ারি’) দিবাগত মধ্যরাতের এ ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ কেঁপে

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।

মাত্র ২ মাসেই খোলা ময়দানে তৈরি হল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু

ঠিকানা টিভি ডট প্রেস: সবমিলিয়ে আর মাত্র ১৬ দিন। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে ব্যাটে-বলের সেই লড়াই। যেখানে চার-ছক্কার জোর যার বেশি,