‘ঢাবির হলে অস্ত্র ও মাদক মজুত বেড়েছে, ৫ বছরে বহিষ্কার’ ৫২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অস্ত্র ও মাদক রাখার প্রবণতা বেড়েছে। এছাড়া ছিনতাই ও যৌন হয়রানির ঘটনাও বেড়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ বছরে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত’।

ঢাবির প্রক্টর অফিস ও রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪৩ জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।অপরাধ সংঘটনের সময় ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে পদ ছিল ১৩ জনের, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ২৫ জন এবং দুজন সাবেক নেতা।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আবাসনসংকট, ছাত্রসংসদের অনুপস্থিতি, জবাবদিহিমূলক ছাত্ররাজনীতি প্রত্যাশিত মাত্রায় না থাকায় এগুলো কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের জীবনেও প্রভাব বিস্তার করে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো বেশি শিক্ষার্থীবান্ধব করতে পারলে এ ধরনের অপরাধপ্রবণতার ঘটনা একেবারেই থাকবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে পাঁচজন, ২০২০ সালে ১৭ জন, ২০২১ সালে তিনজন এবং ২০২২ সালে তিনজন, ২০২৩ সালে ২৪ জন এবং চলতি বছরের দুই মাসে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কৃতদের মধ্যে প্রথম বর্ষের ২২ জন, দ্বিতীয় বর্ষের ১৪ জন এবং বাকিরা অন্যান্য বর্ষের শিক্ষার্থী।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, অনেকে ‘পাওয়ার পলিটিকস’ করেন। তারা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন। এছাড়া ঢাকা জীবনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেকে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ছোট ছোট বিষয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় তারা মারামারিতে জড়িয়ে পড়ছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, কোনো শিক্ষার্থী যদি মানসিক নির্যাতন ও যৌন হয়রানি শিকার হয়, বিপথগামী হয় বা অন্যের দ্বারা প্রভাবিত হয় তখন সে কোথায় গিয়ে আশ্রয় নেবে, কথা বলবে এবং তাঁর ভবিষ্যতের চিন্তা-ভাবনা সে নিজেই যেন করতে পারে, সে জন্য আমরা ম্যানুয়ালটি তৈরি করছি। দুই মাসের মধ্যে ম্যানুয়ালটি হয়ে যেতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে

আবারো শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস, ড. ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র!

ঠিকানা টিভি ডট প্রেস: আয়রে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি’ শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, বহিষ্কার ছাত্রদল নেতা বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে।

আজ এলপিজির নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য অক্টোবর মাসে বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বুধবার (২ অক্টোবর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন

নিজের ভাইরাল নাচের ভিডিও শেয়ার করে মোদি বললেন, ভালো লেগেছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলছে লোকসভা নির্বাচন। ৩য় দফার ভোটে দেশটির ৯৩টি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের এক ভিডিও শেয়ার

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু