ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পদ বাণিজ্য: ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ডের প্রস্তাবিত নাম কেন্দ্রে জমা পড়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ কমিটিগুলোর নাম জমা দেয়া হয়। আর এ জমা দেয়ার পরই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে যে, ঢাকা উত্তর এবং দক্ষিণে ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের কমিটি গঠনে নজিরবিহীন পদ-বাণিজ্য হয়েছে।

লাখ লাখ টাকার বিনিময় হয়েছে এবং এর সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত। এবিষয়টি জানার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এর মধ্যেই বিষয়টি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোচরে এসেছে। তিনি এনিয়ে ক্ষুব্ধ হয়েছেন তার নির্দেশে এই কমিটি গুলো স্থগিত হয়ে আছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই কমিটি গুলো অনুমোদিত হচ্ছে না। এগুলো বাতিল হচ্ছে। প্রধানমন্ত্রী কারা কারা পদ-বাণিজ্য করেছেন তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা মহানগরের দায়িত্বে আছেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এলে এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগ সভাপতি খবর পেয়েছেন, লাখ লাখ টাকার বিনিময়ে কমিটিতে লোক নেয়া হয়েছে। এনিয়ে আওয়ামী লীগের অন্তত দু’জন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের যে দু’জন প্রেসিডিয়াম সদস্য এ মহানগরীর কমিটিগুলোর দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন এবং কারা কত টাকা খেয়েছে তার হিসেবও বের করতে বলেছেন। পদ-বাণিজ্য করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেই কমিটিগুলো আর অনুমোদিত হচ্ছে না।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে ওয়ার্ড এবং থানা কমিটিগুলো হচ্ছিল না। এনিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একাধিকবার ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনুরোধ করছিলেন। দীর্ঘ অনুরোধের পর অবশেষে তারা কমিটি চূড়ান্ত করে। কিন্তু এখানে দলের ত্যাগী পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন অনাহূত এবং আগন্তুককে অন্তুর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি ঢাকা উত্তর এবং দক্ষিণের শীর্ষ নেতৃবৃন্দ টাকা খেয়ে কমিটিতে নাম ঢুকিয়েছেন এমন অডিও প্রধানমন্ত্রীর হাতে এসেছে। আর একারনে এই বিষয় নিয়ে আওয়ামী লীগের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য স্বীকার করেছেন যে, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের থানা এবং ওয়ার্ড কমিটি নিয়ে কিছু সমস্যা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্য এবং পদ-বাণিজ্যের কিছু কিছু সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। এবং এ অভিযোগগুলো প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আর একারণে আপাতত কমিটিগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হচ্ছেনা।

শুধু অর্থ নয় কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য গাড়ি পর্যন্ত দেয়ার অভিযোগ এসেছে বলে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন। আর এই বিষয় নিয়ে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনুসন্ধান করছেন। অনুসন্ধানের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত যে কমিটিগুলো ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে দেয়া হয়েছিলো সে কমিটিগুলো অনুমোদিত হচ্ছে না। নতুন করে কমিটি কি ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ করবেন নাকি কেন্দ্র থেকে কমিটিগুলো করা হবে এব্যাপারে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত আলিফের বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায়

সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

ঋণচাপ সামলাতে মেয়েকে বিক্রির চেষ্টা, প্রতিবাদে বাঁচল শিশুটি

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে দুই বছরের নিজ কন্যাশিশুকে বিক্রি করার চেষ্টা করেছেন এক হতদরিদ্র পিতা। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার সিন্দুর্না

রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: সঙ্গে থাকবেন চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অবস্থা অনুকূল থাকলে আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে থাকবেন কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক

উপদেষ্টা ফারুকীকে নিয়ে সমালোচনার ঝড়, নেপথ্যে কারণ কী?

ঠিকানা টিভি ডট প্রেস: অনেকটা চমক দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর