ঢাকার হোটেলে অগ্নিকান্ডে নিহত যশোরের রকি’র বাড়িতে শোকের মাতম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের কামরুল হাসান রকি লেখাপড়া করতে যান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি চাকরি করে মেটাতে চেয়েছিলেন খরচ-খরচা। চাকরি নিয়েছিলেন কাচ্চি ভাই রেস্টুরেন্টে হিসাব রক্ষকের। স্বপ্ন ছিল জীবনকে অনেক দূর এগিয়ে নেয়ার। কিন্তু বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে একটি আগুন দুর্ঘটনা তাকে নিয়ে গেল না ফেরার দেশে। আজ তার লাশ বাড়িতে পৌঁছালে ‍সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। কান্না আর আহাজারী ভারী করে তোলে পরিবেশ।

কামরুল হাসান রকির স্বপ্ন ছিল চাকরির পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার। আলিম পাস করার পর ঢাকায় গিয়ে যোগ দেন চাকরিতে। একইসঙ্গে ফাজিল (বিএ) শ্রেণিতে পড়ার জন্য ফরম ফিলআপও করেছেন। কিন্তু রাজধানী ঢাকার বেইলি রোডের ভবনে লাগা আগুনে পুড়ে গেছে সেই স্বপ্ন, শেষ হয়ে গেছে পরিবারের আশা ভরসা।

মাত্র দুই মাস আগে রেস্টুরেন্টে চাকরি নেন যশোরের কামরুল হাবিব রকি (২১)। কর্মরত ছিলেন ঢাকার বেইলী রোডের কাচ্ছিভাই রেস্টুরেন্টে। বৃহস্পতিবার রাতে সেখানে আগুন লাগে। আগুনের মধ্যে আটকা পড়ে মারা গেছেন রকি। দুই মাস পর তিনি বাড়িতে ফিরলেন লাশ হয়ে। নিহত রকির বাড়িতে চলছে শোকের মাতম । স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে উঠেছে। প্রতিবেশীরাও রকি স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলছেন। সবাই সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। রকির মা রিপা বেগম ও বাবা কবির হোসেন সন্তানের শোকে বাকরূদ্ধ হয়ে পড়েছেন। শুধু সন্তানের জন্য মাতম করছেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে ভয়াবহ আগুনে মারা যাওয়া ৪৬ জনের একজন কামরুল হাবিব রকি (২১)। তিনি যশোর সদরের আরবপুর ইউনিয়নের ধোপাখোলা কারিকরপাড়ার কবির হোসেনের ছেলে।

শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশ পৌঁছায় গ্রামের বাড়িতে। তার মৃত্যুর সংবাদে স্বজন, প্রতিবেশীরা ভিড় করে একনজর দেখার জন্য। তাদের আহাজারি, কান্নায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই রকি তার মায়ের মোবাইলে কল করেছিলেন। কথা বলার একপর্যায়ে মাকে বলেন, আমি বোধ হয় এখান থেকে বেরোতে পারবো না। এরপর কল কেটে যায়। পরে তারা জানতে পারেন মারা গেছে।

নিহত রকির ভাই কামরান হোসেন সাজিম বলেন, তার ভাই ২০২৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) পাস করেন। গত বছরের ১৭ ডিসেম্বর তিনি ঢাকায় যান এবং বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে হিসাবরক্ষক হিসেবে যোগ দেন।

বৃহস্পতিবার সেখানে কর্মরত অবস্থায় ভবনটিতে আগুন লাগে। তিনি ভবনের ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়েই রকির মৃত্য হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে এসেছে।

কামরান হোসেন সাজিম বলেন, আমাদের তিন ভাইয়ের মধ্যে রকি সবার বড়। পরিবারের বড় ছেলে হিসেবে চাকরি করে সংসারের হাল ধরেছিল। বাবা ইজিবাইক চালিয়ে সংসার চালান। তাদের দুজনের আয়ে আমাদের সংসার চলত। ভাইকে এভাবে হারাতে হবে কখনো কল্পনাই করিনি।

নিহত রকির দাদা হাসেম আলী বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমাদের রকি ঢাকা গিয়েছিল। এক আগুনে তার নিজের স্বপ্ন আর পরিবারের স্বপ্ন নিঃশেষ হয়ে গেলো মাত্র দুই মাসের ব্যবধানে জল জ্যান্ত তরতাজা একটা প্রাণ আজ লাশ হয়ে ফিরে এসেছে আমাদের কাছে।

নিহতের প্রতিবেশীরা জানান, রকি খুবই ভালো মনের একটা ছেলে। তারা তিন ভাই। সে বড়, মেজো জন নতুনহাট পাবলিক কলেজে পড়াশোনা করছে, ছোট জনের বয়স পাঁচ বছর- সে শারীরিক প্রতিবন্ধী। তার বাবা যশোর শহরে ইজিবাইক চালান।

নিহত রকির মামা জিহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে রকির ম্যাসেঞ্জারে ভিডিও কল দিয়েছিলাম, সে রিসিভ করেনি। পরে আমাকে কল ব্যাক করে বাঁচানোর আকুতি জানায়। আমাকে বলে মামা আমাদের ব্রাঞ্চে ( কাচ্চিভাই বেইলি রোড শাখা) আগুন লাগছে। আমি আটকা পড়েছি। আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর কল কেটে যায়। আমি ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানাই। তারা জানায়, উদ্ধার কাজ চলছে, ধৈর্য ধরুণ। এরপর আমি ঢাকায় রওনা হই। সেখানে গিয়ে হাসপাতালে পাই রকিকে। ততক্ষণে তার মৃত্যু ঘোষণা করেছে।

তিনি বলেন, আমিই রকিকে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ওর চাকরি হওয়ার পর আমিই তাকে ঢাকা চিনিয়েছি। গত ডিসেম্বরে রকি চাকরিতে ঢুকেছে। আজ ওর লাশ নিয়ে বাড়ি ফিরলাম।

ধোপাখোলা গ্রামের মসজিদের ইমাম আব্দুল হালিম বলেন, ঢাকা একটা অভিশপ্ত শহর। প্রায়ই শুনি, আগুন লাগে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নানা স্বপ্ন নিয়ে ঢাকায় যায় আর লাশ হয়ে বাড়ি ফেরে। আমাদের রকিও তেমন একজন। এত আধুনিক ব্যবস্থা থাকতেও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে পারলো না!

যশোর সদরের আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল রাত ১২টার দিকে ঢাকায় রওনা দিয়েছি। শুনেছি, আগুনে কাচ্চি ভাই রেস্টুরেন্টের দুই জন মারা গেছেন। এর মধ্যে কালকিনি উপজেলার একজন আর যশোরে আমাদের রকি। আজ ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রওনা দিই।

বেলা ১১টার দিকে যশোরে পৌঁছেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।

রায়গঞ্জে লোকালয় ঘেঁষে ফসলি জমিতে অটো-রাইস মিল, পরিবেশের বারোটা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পরিবেশ আইনের তোয়াক্কা না করে সিরাজগঞ্জের রায়গঞ্জে জনবসতি ঘেঁষে গড়ে উঠেছে ছোটবড় স্বয়ংক্রিয় ২৭৩টি চালকল। এসব চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি,

‘মসজিদের ইমাম ছাত্রলীগ নেতা’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্ররাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি। রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি।

তাড়াশ পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

চৌহালীতে বিনামূল্যে সনদপত্র সহ ৮ দফা দাবীত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ গর্জে উঠলে ছাত্র সমাজ,বদলে যায় ইতিহাস, এই স্লোগান নিয়ে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (২ সেপ্টেম্বর ) সকালে

ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে মারধরের ঘটনায় সংগঠনটির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল