ড. ইউনূসের ব্যাপারে কি সরকার নমনীয় হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রম আদালতের একটি মামলা ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। কিন্তু তাকে জেলে যেতে হয়নি। কারাদণ্ডের পর ওই আদালত থেকে তিনি আগাম জামিন পেয়েছেন। আগামী মাসে তিনি শ্রম আদালতের মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর ড. মুহম্মদ ইউনূসের প্রতি ন্যায়বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে নির্বাচনের আগে সরকার যত সক্রিয় এবং সচেতন ছিল এখন সে ব্যাপারটিতে ততটাই উদাসীন।’

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যেহেতু নির্বাচন পার হয়ে গেছে এখন সরকার ড. ইউনূসের ব্যাপারে অনেকটাই নমনীয় এবং ইউনূসের সঙ্গে বিরোধ গুলোকে এখন আওয়ামী লীগ তার অগ্রাধিকার তালিকা থেকে দূরে সরিয়ে রেখেছে। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি হয়েছিল এক-এগারোর সময়। এ সময় শান্তিতে নোবেল জয় করার করে ড. মুহাম্মদ ইউনূস একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় দেশে এক-এগারো এসেছিল এবং বিরাজনীতিকরণের প্রক্রিয়া চালু হয়েছিল। দীর্ঘ দুই বছর যে অনির্বাচিত এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করেছিল তার নেপথ্যে কলকাঠি ড. মুহাম্মদ ইউনূস নেড়েছিলেন এমন গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে এ ব্যাপারে সরাসরি ভাবে ড. ইউনূসের ভূমিকার সমালোচনা করা হয়।

এক-এগারোর পর থেকে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের প্রকাশ্য বিরোধ লক্ষ্য করা যায়। এই সময় বয়স সীমা অতিক্রান্ত হওয়ায় ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূস এই সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন করেছিলেন। কিন্তু রিট পিটিশনে তিনি পরাজিত হন। সর্বোচ্চ আদালত বয়স অতিক্রান্ত হওয়ায় ইউনূসের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনকে যথার্থ বলে রায় দেয়। এরপর পদ্মা সেতুতে অর্থায়নের যেন বিশ্ব ব্যাংক যেন নেতিবাচক অবস্থান গ্রহণ করে সেজন্য ড. মুহাম্মদ ইউনূস লবি করেছিল এমন তথ্য প্রমাণ হাজির করে আওয়ামী লীগ। যদিও ড. ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এই ধরনের কোন ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। কিন্তু হিলারি ক্লিনটনের যে চিঠি বিশ্ব ব্যাংককে দেওয়া হয়েছিল সেই চিঠিতে ড. ইউনূস প্রসঙ্গটি এসেছে।

হিলারি ক্লিনটন নিজেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে রাখার জন্য টেলিফোন করেছিলেন। এই দ্বন্দ্ব সংঘাত চলতে থাকে। এর মধ্যে দেখা যায় ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা অর্থপাচার হচ্ছে।’ অন্যদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিকদেরকে ঠকানোর অভিযোগে ড. ইউনূস সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন শ্রমিকরা। এই মামলা পর্দার আড়ালে টাকা পয়সা দিয়ে মিটিয়ে ফেলার এক ন্যক্কারজনক উদ্যোগ গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে আদালতের উদ্যোগে সব কিছু ফাঁস হয়ে যায় এবং দেখা যায় কিছু কর্মচারীকে উৎকোচ দিয়ে ড. মুহাম্মদ ইউনূস মামলা আদালতের বাইরে ফয়সালা করতে চেয়েছিলেন। এরপর শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হয় এবং ড. ইউনূসকে ছয় বছরের জেল দেওয়া হয়।

সরকারের বিভিন্ন সূত্রগুলো বলছে, দুটি কারণে ইউনূসের মামলার ব্যাপারে সরকারের আগ্রহ ছিল। প্রথমত, ড. মুহাম্মদ ইউনূস গণতন্ত্র বিরোধী এবং সংবিধান বিরোধী একটি ধারাকে পৃষ্ঠপোষকতা করেন। দ্বিতীয়ত, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে লবিং করছেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখন ইউনূসের ব্যাপারে সরকারের ভূমিকা অনেকটা ঢিলেঢালা। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রথমত, যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে এবং সরকার নানা রকম বাধা বিপত্তির পরও একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে সে কারণে সরকার এখন ইউনূসকে অগ্রাধিকার তালিকা থেকে বাদ দিয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। নির্বাচনের আগে যা হবার হয়ে গেছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলার একটি উদ্যোগ আওয়ামী লীগের রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই ইউনূসের প্রতি সরকার হয়তো কিছুটা হলেও সহানুভূতিশীল। আর এই দুটি কারণেই ড. মুহাম্মদ ইউনূসের ইস্যুটি এখন আস্তে আস্তে আড়ালে চলে যাচ্ছে বলেই অনেকে মনে করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, ২ দিনের মাথায় প্রেমিকাকে খুন করে উধাও প্রেমিক

নিজস্ব প্রতিবেদক: পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক ববিতা। কিন্তু বাসা ভাড়া নেয়ার দুইদিনের মাথায় পরকীয়া প্রেমিকাকে খুন করে পালিয়ে যান

‘ফিলিস্তিনিদের উপর ফের হামলা, নিহত’ ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের উপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর এই হামলায় অন্তত ১৯ জন নিহত ও ২৩

তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। তিনি বলেন, যে কোনো সিদ্ধান্তকে

রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা

বিবিসি থেকে সংগৃহীত: বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেয়ার প্রায় চার মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন দেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিটিয়ে হত্যার আগে ভারসাম্যহীন তরুণকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। ওই তরুণের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ

ক্যাসিনো খেলার সুপার এজেন্ট মতিউর এখন কোটিপতি, সর্বস্বান্ত এলাকার যুবকেরা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যাসিনো খেলার সুপার এজেন্ট মতিউর এখন কোটিপতি, সর্বস্বান্ত এলাকার যুবকেরা, যার বাবা ছিলো দিনমজুর পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনেই চলছিল তাদের জীবন তবে