ড.ইউনূসকে নিয়ে সরব হচ্ছে কূটনীতিকপাড়া

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে কূটনীতিক পাড়া সরব ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উঠে বিভিন্ন দূতাবাসগুলোর দৌড়ঝাঁপ ছিল দৃষ্টিকটু। নির্বাচনের পর অবশ্য সেই দৃশ্য পাল্টে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও আস্তে আস্তে নতুন সরকারকে মেনে নিয়েছে। শুধু তাই নয়, কূটনীতিকপাড়াও এখন নতুন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ এর হিড়িক পড়েছে। কিন্তু এর মধ্যেই ড. ইউনূস ইস্যু যেন একটি বড় ধাক্কা দিয়েছে’।

কূটনীতিকরা যখন নতুন সরকারের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন ঠিক সেই সময় ড. ইউনূস ইস্যুটি সামনে উঠে এসেছে এবং ইউনূস ইস্যুতে সরব হচ্ছে কূটনীতিকপাড়া। যদিও ড. ইউনূস এক ধরনের প্রতারণামূলক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন কিন্তু গ্রামীন ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় ড. ইউনূসের মনগড়া অভিযোগ গুলোর যথাযথ জবাব দিতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গ্রামীণ ব্যাংক থেকে যে সমস্ত বক্তব্যগুলো আসছে, সেই বক্তব্যগুলো গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না। বরং ইউনূসের আর্তনাদ এবং তার পক্ষে জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন ব্যক্তির বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, কূটনীতিকপাড়ায় অন্তত আটটি দেশের কূটনীতিকরা ড. ইউনূস ইস্যু নিয়ে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছিলেন। ড. ইউনূসের সঙ্গে অবিচার করা হচ্ছে, তার গ্রামীণ কল্যাণ দখল করা হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সরকার ড. ইউনূসের প্রতি কেন অবিচার করছে সেই প্রসঙ্গটিও আলোচনা হয়।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের সূত্র ধরেই এই ধরনের অনির্ধারিত বৈঠক হয়েছে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে, ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণেই ইউনূস ইস্যুতে বাংলাদেশের পশ্চিমা দূতাবাসগুলো সরব হচ্ছে। ইতোমধ্যে ইউনূসের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় বিবৃতি দিয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ইউনূসের বিষয়ে সরকারের কিছু করণীয় নেই। এটি গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ কল্যাণের বিরোধ। গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণের জন্যই গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু গ্রামীণ কল্যাণ শেষ পর্যন্ত ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়, যেটি ছিল এক ধরনের প্রতারণা এবং জালিয়াতি। কিন্তু কূটনীতিকদের মধ্যে থেকে প্রশ্ন উঠেছে যে, এতদিন পর কেন বিষয়টি নিয়ে সরকার তৎপর হচ্ছে। এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বিষয়টি সরকারের না, বিষয়টি গ্রামীণ ব্যাংকের এবং ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরে যাওয়ার পরও তার প্রভাব বলয় সেখানে ছিলো। আর এ কারণেই কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন ড. ইউনূসের বিষয়টি নিয়ে কূটনীতিক মহলে সরকারের সঙ্গে কিভাবে বোঝাপড়া করবে সেটি দেখার বিষয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি পশ্চিমা দেশের কূটনীতিক বলেছেন যে, ইউনূসকে নিয়ে সরকার কিছুটা বাড়াবাড়ি করছে বলে তারা মনে করছে। বিশেষ করে তার দণ্ড, দুর্নীতি দমন কমিশনের মামলা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তবে কূটনীতিকরা ড. ইউনূসের ব্যাপারে সরকারের সঙ্গে কিভাবে দেনদরবার করবেন সেই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলায় লাখ টাকা জরিমানা 

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কামারখন্দে ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী তানভীর হাসানকে (২২) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার

নারায়ণগঞ্জে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ, বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি পরিচয়ে চাঁদাবাজি-আটক ব্যক্তি শিবির নেতা নয়, ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে ওই

এভারেস্ট জয় করেছেন যেসব বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। গত ১৮ মে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না ফোন নম্বর

ঠিকানা টিভি ডট প্রেস: হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের