আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ডলার সংকট : এবার খাদ্য-পানীয়র আমদানিও স্থগিত করছে পাকিস্তান

ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় এবার বিদেশ থেকে রুটি, বিস্কুট, কেচাপসহ অন্যান্য খাদ্যপণ্য এবং ফলের রস ও কোমল পানীয় আমদানিতেও স্থগিতাদেশ দিচ্ছে পাকিস্তান। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আগামী ২৫ জুন কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচির মুদি ব্যবসায়ীদের সংগঠন করাচি হোলসেল গ্রোসার্স অ্যাসেসিয়েশনের সেক্রেটারি ফারহাত সিদ্দিকী সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকগুলো ইতোমধ্যে খাদ্যবস্তু ও পানীয় আমদানির জন্য ব্যবসায়ীদের ডলার সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

করাচির বন্দরসূত্রে জানা গেছে, আগামী ২৫ জুনের পর থেকে আর কোনো চালান খালাস না করার নির্দেশ এসেছে সরকারের তরফ থেকে।

সোমবারের বিবৃতিতে ফারহাত সিদ্দিকী জানান, শিগগিরই আমদানিকারকদের সঙ্গে এই ইস্যুতে বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা।

বিবৃতিতে তিনি আরও জানান, করাচির বন্দরে বিদেশ থেকে আসা তৈরি খাদ্যপণ্য ও পানীয়বাহী হাজার হাজার কন্টেইনার পড়ে আছে। জুনের শুরু থেকে এসেছে এসব কন্টেইনার। ডলারের দুষ্প্রাপ্যতার কারণে সেগুলো খালাস করা যাচ্ছে না।

ডলার সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়ার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) প্রতি ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘এসবিপি যেসব নীতি নিচ্ছে— তা দেশের অর্থনীতির সর্বনাশ ডেকে আনছে।’

বছরের পর বছর ধরে দুর্নীতি-অপচয় এবং অব্যবস্থাপনার কারণে তলানিতে ঠেকেছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার মজুত। একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে যেখানে কেন্দ্রীয় ব্যাংকে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ থাকতে হয়ে, সেখানে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে মাত্র দু’সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মতো মজুত রয়েছে।

তাই স্বাভাবিকভাবেই চরম ভারসাম্যহীন অবস্থায় রয়েছে দেশটির অর্থনীতি; মূল্যস্ফীতিও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত মাসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৩৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

ভুলে অন্যায় করলে গুনাহ হবে কি?

ভুলে যাওয়া মানসিক দুর্বলতার একটি কারণ। কমবেশি সব মানুষের ক্ষেত্রেই তা হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি ভুলে কোনো ইবাদত ছেড়ে দেয় কিংবা ভুলে কোনো

যারা একটু আবেগি, প্লিজ এই লেখাটি পড়বেন না । প্রচলিত পন্থায় দান করলে ধনী-গরীবের পার্থক্যটা স্পষ্ট হয় মাত্র, ব্যাবধান কমে না

সাইদ হাফিজ এক সময় চিনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ দু‘বেলা দু‘মুঠো খেতে পারতো না। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছিলো যে, ক্ষুধার জ্বালা সহ্য

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে পরামর্শ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির যমুনার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

সিরাজগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমা

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

কোরবানির বিধিবিধান – মোয়াজ্জেম বিন মোশাররফ

মহান আল্লাহ তায়ালার সত্তা-পাক ও পবিত্র। প্রকৃতিগত আকাঙ্ক্ষা হলো মহান বরের নৈকট্য লাভ করে তার পবিত্র সত্তার মাঝে নিজেকে মিটিয়ে দেয়া। কুরবানীর গভীর তত্ত্ব খুবই