আন্তর্জাতিক ডেস্ক: অপারেশনের মাধ্যমে ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ করিয়েছেন ইতালির এক নাগরিক। এরপর ট্রান্সজেন্ডার পুরুষ হিসেবে নিজেকে দাবি করা মার্কো প্রস্তুতি নিচ্ছেন অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের। এমন সময় জানতে পারলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা মার্কো।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, মেয়ে থেকে ছেলে রূপান্তরের সর্বশেষ গুরুত্বপূর্ণ অপারেশনের আগেই অন্তঃসত্ত্বার বিষয়ে জানতে পারেন মার্কো।
প্রতিবেদনে বলা হয়, জরায়ু অপসারণের প্রস্তুতিতে একাধিক ওষুধ খেয়েছেন ওই ব্যক্তি। তাও গর্ভধারণ করলেন কীভাবে? কারণ, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে না বলেই জানিয়েছেন ডাক্তাররা।
এন্ডোক্রিনোলজিস্ট ড. জিউলিয়া সেনোফন্টের জানান, গর্ভাবস্থা সম্পর্কে জানার পর প্রথম কাজ হল থেরাপি অবিলম্বে স্থগিত করা। নাহলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হয়ে যাবে। ভ্রূণ ঝুঁকির মধ্যে থাকতে পারে।
সন্তানের যাতে কোনও রূপ ক্ষতি না হয় সেই বিষয়ে ডাক্তারদের নিশ্চিত করার জন্য জানান মার্কো। মার্কো এবং তার শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাক্তাররা তার রূপান্তর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও তার অনাগত সন্তান রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে মার্কোর চিকিৎসা এবং ওষুধগুলো গর্ভে বেড়ে উঠতে থাকা ভ্রূণের উপর কোনও খারাপ প্রভাব ফেলেনি।’