বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন সফল করার জন্য স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ সম্পন্ন করেছে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুম’আর নামায শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে মিছিলটি উপজেলার জলদী মিয়ার বাজার থেকে শুরু করে বাঁশখালী প্রধান সড়কের উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি কাজী এমরানুল হক, উপজেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক ফৌজুল আজিম, উপজেলা নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ হোছাইন, আবুল কাশেম সোহাগ, শীলকূপ ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, চাম্বল ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে মাওলানা জোবায়ের আহমদ আগামী শনিবার অনুষ্টিতব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন সফল করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি আগামী ২৬ জানুয়ারী বাঁশখালীতে অনুষ্ঠিতব্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন সফল করার জন্যও উদাত্ত আহ্বান জানান।