‘জামায়াতের পরামর্শেই চলছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি হতাশ বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত। দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক অনীহার সৃষ্টি হচ্ছে। তারা অদূর ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। বিএনপি যখন এই হতোদ্যম অবস্থা ঠিক সেই সময় বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র এবং পুরনো বন্ধু জামায়াতে ইসলামী। জামায়াত এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে বিএনপি নেতারা ভাইয়ের সম্পর্ক হিসাবে অভিহিত করেছিলেন। এখন যখন বিএনপি হতাশাগ্রস্ত তখন বিএনপিকে পুনরুদ্ধারের জন্য জামায়াতে ইসলাম পাশে এসে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এখন তারা আর গোপন পরকীয়া সম্পর্ক করছে না। বরং তাদের প্রকাশ্য সম্পর্কই লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩০ মার্চ হোটেল সোনারগাঁওয়ে জামায়তে ইসলাম ইফতার পার্টির আয়োজন করে। সেখানে বিএনপির ১৮ জন নেতা উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টির পরপরই জামায়াত বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিবৃতি দেয়। ধারণা করা হচ্ছে যে, জামায়াত আর বিএনপির এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপিকে এখন জামায়াতই চালাচ্ছে। জামায়াতের পরামর্শেই বিএনপি সবকিছু করছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির কোন কোন নেতা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই সিদ্ধান্তটি তাদের দলগত নয়। কিন্তু এই ধরনের ঘোষণা যারা দিচ্ছেন, ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে দলগত ভাবে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। বরং তাদেরকে গোপনে বাহবা দেওয়া হচ্ছে। এভাবেই ভারতবিরোধী অবস্থানে ফিরে আসার পিছনেও জামায়াতের একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত ভারত বিরোধী এবং ভারতের সঙ্গে জামায়াতের এই দ্বৈরথ কোন গোপন বিষয় নয়। আর এই কারণেই এখন বিএনপিকে তারা ভারত বিরোধীতার দিকে উস্কে দিচ্ছে।

বিএনপি নির্বাচনের আগ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। এ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বাম এবং কিছু সেক্যুলার রাজনৈতিক দলও রয়েছে। নাগরিক ও গণসংহতি, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্য প্রক্রিয়া থমকে গেছে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি এখন দূরত্ব রক্ষা করে চলছে।

বিভিন্ন সূত্র দাবি করছে, এটির পিছনেও রয়েছে জামায়াতের হাত। জামায়াত বিএনপিকে এই সমস্ত বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য না করার ব্যাপারে প্ররোচিত করছে। এ কারণেই বিএনপি এবং জামায়াত আবার আগের মতো ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াত তাদের গোপন সম্পর্ক প্রকাশ্য করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ বিএনপির মধ্যে একটি জামায়াত বিরোধী মনোভাব ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। বিএনপির কিছু কিছু নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সম্পর্কের বিরোধী। এখন যদি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয় সেটির আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে সেটিও বিএনপি ভেবে দেখছে। সবকিছু মিলিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপিকে যে এখন জামায়াতই পরামর্শ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত দেয়নি বাবা, দেশে ফিরে যা করলেন শাহজালাল

নিজস্ব প্রতিবেদক: দেশের মায়া-মমতা ত্যাগ করে আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য শাহজালাল হাওলাদার (৩৫) নামে যুবক বেছে নেন প্রবাস জীবন। সাত বছর পর দেশে ফিরে

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার

তাড়াশে বিএন‌পির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শি‌শিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগড় বাজারে কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শি‌শিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি ব‌লেন, ছাত্র জনতার

২০ জানুয়ারি শুরু হচ্ছে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ

নিজস্ব প্রতিবেদক: বাড়ি বাড়ি গিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ ডিসেম্বর)। এই তথ্য নিশ্চিত করেছেন

টাঙ্গাইলে ১৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার’

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় সোমবার(২৯ জানুয়ারি) চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল ও একটি

‘যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ সংসদীয় আসনের প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব