জানাজায় অংশ নেয়ার আগে বিএনপির দু’গ্রুপের সংঘর্ঘে আহত ৮

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিএনপি নেতার বাবার জানাজায় অংশ নেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়েছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সমর্থকদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় কর্মী-সমর্থকরা জানান, রোববার উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মুকুলের বাবার জানাজায় অংশ নিতে যায় বিএনপি নেতাকর্মীরা। জানাজায় অংশ নেয়া নিয়ে উপজেলার নাওডাঙা পুলেরপাড় এলাকায় নজির হোসেন ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা শহরের উমেশ চন্দ্র ক্লাব ঘরটি দখলে নেয় উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সমর্থকরা। ওই ঘরে সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা।

নজির হোসেনের সমর্থকরা অভিযোগ করে বলেন, কার্যালয়ে থাকা অবস্থায় আব্দুল মান্নান গ্রুপের কয়েকজন নেতাকর্মী বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায় এবং উপজেলার দলীয় কার্যালয়টি ভাঙচুর করে। এতে তাদের ৩ জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন,‘সভাপতি নজির হোসেনের সমর্থকরা অতর্কিতভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরের ভেতর আটক করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মারপিটে ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় একজনকে রংপুরে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। এখনও খোঁজখবর নেয়া হয়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)। মনিরুল ইসলাম বলেন,‘বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কতজন আহত হয়েছে তার সঠিক খবর আমাদের কাছে নেই। তবে একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জাসদের ঐক্য চেষ্টা: বেরিয়ে যেতে পারে ১৪ দল থেকে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে ভরাডুবির পর জাসদ এখন তার তিনটি অংশের মধ্যে ঐক্যের চেষ্টা করছে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ

অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: নতুন বাজেটে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে

প্রতারণার মামলায় এবার গ্রেফতার দেখানো হলো মেঘনা আলমকে

নিজস্ব প্রতিবেদক: সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ড ও পন্য বিতরণ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড ও পন্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

বাঁশখালীতে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ উদ্বোধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে