আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার গুদাউরি পাহাড়ের এক রিসোর্টে থেকে ১২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ১১ জন ভারতীয়। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, গুদাউরি স্কি রিসোর্টের একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলার একটি ঘর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। গুদাউরি জর্জিয়ার বৃহত্তম এবং উচ্চতম স্কি রিসোর্ট।
এএফপি জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় মৃতদেহগুলোর ওপর কোনো ধরনের সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পুলিশ জানায়, শুক্রবার বিদ্যুৎ চলে যাওয়ার পর একটি তেলচালিত জেনারেটর চালু করা হয়েছিল ভবনটিতে। নিহতরা সবাই ওই রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এই ১২ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। গত শনিবার রিসোর্টে অবস্থিত একটি ভারতীয় রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য একটি মামলা করেছে।
গুদাউরি স্কি ও স্নোবোর্ডিং করতে পছন্দ করেন এমন মানুষদের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের শীতকালীন খেলা বা অ্যাকটিভিটির ব্যবস্থা রয়েছে। জায়গাটিতে ২০২৩ সালে ৩ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।’