নিজস্ব প্রতিবেদক: বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর’) রাতে রাজধানীর রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর শাহআলী এলাকা থেকে।’